জেলা 

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক বৈঠক বারাসাত রবীন্দ্র ভবনে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, বারাসাত :   ডেঙ্গু প্রতিরোধে রাজ্য সরকারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী’র নেতৃত্বে বারাসাত রবীন্দ্র ভবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ফি বছর ডেঙ্গুর প্রকোপে এই জেলাতে প্রচুর মানুষ আক্রান্ত হতে দেখা গেছে। স্বাস্থ্য কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও প্রশাসনের সহযোগিতায় সমস্যার সমাধান অনেকাংশেই সম্পূর্ণ হয় বলে জেলাশাসক জানায়। প্রশাসনের সর্বস্তরের আধিকারিক সহ আশা কর্মীদের সদা তৎপরতার সঙ্গে ডেঙ্গু সহ যেকোনো স্বাস্থ্য পরিস্থিতির মোকাবিলা করতে আহ্বান করেন।

Advertisement

উক্ত প্রশাসনিক বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রীতি গোয়েল, ইন্দ্রনীল ভট্টাচার্য, তাহেরুজ্জমান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, জেলার চারজন মহাকুমা শাসক, স্বাস্থ্য আধিকারিক, বি এম ও এইচ প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ