কলকাতা 

প্রাথমিক শিক্ষা পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম পালের নিয়োগ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষা পর্ষদের নবনিযুক্ত সভাপতির কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য হওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক গৌতম পাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ছিলেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তিনি কিভাবে হলেন তা নিয়েই কলকাতা হাইকোর্টে আজ শুক্রবার মামলা দায়ের করেছে ওই বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী।

২০১৮ সাল থেকেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে রয়েছেন গৌতম। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য হওয়ার জন্য যে নিয়ম কানুন এবং যোগ্যতার মাপকাঠি মানার দরকার ছিল, তা গৌতমের ক্ষেত্রে মানা হয়নি। এ ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধেই গৌতমের নিয়োগে অনিয়মের অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে হাই কোর্টে।

গৌতমের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁর বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী প্রলয় চক্রবর্তী । তাঁর দাবি, কল্যাণীর সহ উপাচার্য গৌতমকে আদতে রিডার হিসেবে নিয়োগ করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেই নিয়োগেও অস্বচ্ছতা রয়েছে। প্রলয় জানিয়েছেন, রিডার হিসেবেও গৌতমের যে নিয়োগ হয়েছিল, তা যথাযথ প্রক্রিয়া মেনে হয়নি। এ বিষয়ে প্রলয়ের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য আদালতকে জানান, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হওয়ার আইনি যোগ্যতা নেই গৌতমের। যার বিরোধিতা করেন গৌতমের আইনজীবী। শুক্রবার বিচারপতি কৌশিক চন্দর এজলাসে উঠেছিল মামলাটি। তিনি দু’পক্ষের বক্তব্য শোনার পর মামলাটি গ্রহণ করেছেন। একই সঙ্গে রাজ্যের কাছে এ ব্যাপারে জবাবও তলব করেছে হাই কোর্ট।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ