মক্কায় প্রবাসী হাজী হাকিমুলে’র পক্ষ থেকে শুভেচ্ছা ফারহাদকে
নিজস্ব প্রতিবেদন, কলকাতা : উঃ চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার ঝিনকিয়া গ্ৰামের হাজী হাকিমুল ইসলাম দীর্ঘ কয়েক বছর ধরে আরব দেশের মক্কা শহরে বসবাস করছে। দেশের মানুষের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা পেয়ে আসছে হজ্ব ও উমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়া হাজী সাহেবেরা। উল্লেখ্য গতকাল রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের মুখ্য নির্দেশক তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, হজ্ব কমিটির অন্যতম খাদেম পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হাজির হন হাকিমুল ইসলাম।
প্রবাসী বাঙালী হাকিমুল ইসলাম জানায় আরব ভূমিতে বাংলা তথা দেশের হাজীদের নামের প্রতি সুনাম আছে। পাশাপাশি রাজ্য হজ্ব কমিটির কাজের প্রশংসা তাঁর মুখ থেকে শোনা যায়।একই সঙ্গে সমাজসেবী একেএম ফারহাদ সম্পর্কে আপ্লুত হাকিমুল ইসলাম জানায় কলকাতা বিমানবন্দর থেকে থেকে হাজীরা ওখানে যায় তাঁদের মুখে অন্যান্যদের সুনামের পাশাপাশি ফারহাদ ভাইয়ের নাম শোনা যায়।তাই আগামী দিনগুলোতে হাজীদের সেবায় একেএম ফারহাদের মতো কর্মঠ মানুষের এগিয়ে আসার আহ্বান জানান হাকিমুল ইসলাম।