দেশ 

বিজেপি নেতা শাহনাওয়াজ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: ধর্ষণের অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে চেয়েছিলেন বিজেপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাওয়াজ হোসেন। কিন্তু হিতে বিপরীত হলো দিল্লি হাইকোর্ট তাঁর বিরুদ্ধে মামলা দায়ের অনুমতি দিয়েছে।মামলাটি খারিজ করার দাবিতে দিল্লি হাই কোর্টে আরজি জানিয়েছিলেন হুসেন। সেই আবেদন খারিজ করে দিল হাই কোর্ট।

শাহানওয়াজের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছিল বছর চারেক আগে অর্থাৎ ২০১৮ সালে । অভিযোগ ছিল বিজেপির (BJP) এই নেতা ছাত্তারপুরের একটি খামারবাড়িতে ডেকে নিয়ে গিয়ে নেশার সামগ্রী খাইয়ে তাঁকে ধর্ষণ করেন। ওই মহিলার অভিযোগ, তিনি স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে, পুলিশ সেই অভিযোগ নেয়নি। বাধ্য হয়ে মহিলা দিল্লির সাকেত আদালতে মামলা দায়ের করেন তিনি। মহিলার আরজি ছিল, আদালত পুলিশকে FIR দায়ের করার নির্দেশ দিক।

আদালতে পুলিশ জানায়, ওই মহিলার অভিযোগে কোনও সত্যতা মেলেনি। প্রশ্ন ওঠে, এফআইআর দায়ের না করে, মামলার তদন্ত না করে কীভাবে পুলিশ বলে দিল যে মহিলার অভিযোগে সত্যতা নেই। মামলা গড়ায় দিল্লি হাই কোর্ট পর্যন্ত। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট (Delhi High Court) শাহানওয়াজের আরজি খারিজ করে দিয়ে পুলিশকে মামলা দায়েরের নির্দেশ দেয়। সঙ্গে সঙ্গে অবশ্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিজেপি নেতা। তাঁর সামাজিক এবং রাজনৈতিক সম্মানের কথা মাথায় রেখে এই মামলার দ্রুত শুনানির আরজি জানান তিনি। কিন্তু সেখানেও তাঁর আরজি খারিজ হয়ে যায়।

শাহানওয়াজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ, বিজেপিকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলল। শাহানওয়াজ বিজেপির প্রথম সারির সংখ্যালঘু নেতা। কিছুদিন আগে পর্যন্ত তিনি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ