স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্ক আছে এই সন্দেহে পুরুষাঙ্গে গরম জল ঢেলে দিলেন স্ত্রী, দেশজুড়ে চাঞ্চল্য
বাংলার জনরব ডেস্ক: স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্ক আছে এই সন্দেহে নিজের রাগ প্রকাশ করলেন স্বামীর পুরুষাঙ্গে গরম জল ঢেলে দিয়ে স্ত্রী। জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর কে ঘিরে দেশ জুড়ে চাঞ্চল্য পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পদুপত্তুরে। ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতাল সূত্রে খবর ওই ব্যক্তির পুরুষাঙ্গের ৫০ শতাংশ পুড়ে গিয়েছে।
জানা গেছে তামিলনাড় রাজ্যের পুদুপুত্তুর বাসিন্দা ৩২ বছরের থঙ্গরাজের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয়েছিল ২৯ বছরের প্রিয়ার। তাঁদের দু’টি মেয়ে আছে। থঙ্গরাজ একটি মোবাইলের যন্ত্রাংশ তৈরির কারখানায় সুপারভাইজারের কাজ করতেন। প্রিয়ার সন্দেহ ছিল তাঁর স্বামী অফিসের কোনও একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন।
আর এখান থেকে গণ্ডগোলের সূত্রপাত। যত সময় যাচ্ছিল ততই প্রিয়া ও থঙ্গরাজের বচসা প্রবল আকার নিচ্ছিল। সেই ঝগড়াই চরম আকার নেয় গত মঙ্গলবার রাতে। খানিক পরে থঙ্গরাজ শুতে চলে যান। কিন্তু প্রিয়া কার্যত ফুঁসছিলেন।
ঘুমের মধ্যেই থঙ্গরাজ টের পান তাঁর শরীরে আগুন লেগে গিয়েছে! আসলে ক্ষোভের আঁচে জ্বলতে জ্বলতে প্রিয়া গরম জল এনে ঢেলে দেন স্বামীর গোপনাঙ্গে। পরিত্রাহি চিৎকার করতে থাকেন থঙ্গরাজ। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত ওয়ালাজাপেট সরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন থঙ্গরাজ।
এদিকে পুলিশ মামলা রুজু করেছে প্রিয়ার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ (প্রকাশ্যে অশ্লীল কাজ বা বাক্যপ্রয়োগ), ৩২৪ (স্বেচ্ছায় আঘাত করা) ও ৫০৬ ধারায় (অপরাধমূলক ভয় দেখানো) মামলা রুজু করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
অনেকে বলে থাকেন এদেশে নাকি নারীদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়ে থাকে। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, নারীদের পাশাপাশি পুরুষদের উপরেও পারিবারিক অত্যাচার বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে স্ত্রীরা সন্দেহবশত যেভাবে পুরুষদের উপর অত্যাচার চালাচ্ছে তা নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে ওয়াকিবহাল মহলে। তামিলনাড়ুর ঘটনা সামনে আসার পর সমগ্র দেশ জুড়ে ফের আলোচনার শিরোনামে এসেছে পুরুষরাও পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছে। তামিলনাড়ুর পদুপত্তুরে যা ঘটেছে তা নিন্দনীয় বলেই মনে করছে ওয়াকিবহালমহল।