দেশ 

নরেন্দ্র মোদির বিকল্প নীতিশ কুমার! বিহার হাতছাড়া হচ্ছে বিজেপির, পালা বদলের পথে বিহারের রাজনীতি!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : বিহারে কী ফের পালা বদল? সবকিছু ঠিকঠাক থাকলে কংগ্রেস নীতিশ কুমার এবং লালুপ্রসাদ যাদবের দল একসঙ্গে নতুন সরকার গঠন করতে চলেছে বিহারে এমনটাই খবর পাওয়া গেছে। আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে মোদির বিকল্প হিসাবে বিহারের ধর্মনিরপেক্ষ মুখ নীতীশ কুমারকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী করতে চলেছে বিরোধীরা। গতকাল রবিবার এ নিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে নীতিশ কুমারের টেলিফোনে কথা হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিহারের পালাবদল নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। সমগ্র দেশজুড়ে যখন বিজেপি বিরোধীদের খতম করার অভিযানে নেমেছে ঠিক তখনই নীতীশ কুমারের মত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রীতিমতো বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। সমস্যাটা অনেকদিন আগেই শুরু হয়েছিল গত বছর বিধানসভা নির্বাচনের পর নীতিশ কুমার রাজ্যের তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। রাজ্যের সর্ববৃহৎ দল হিসেবে আত্মপ্রকাশ করে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল। কিন্তু বিজেপি নীতীশ কুমারের সঙ্গে সংযুক্ত হয়ে সরকার গঠন করার ফলে আরজেডির পক্ষে সরকার গঠন করা সম্ভব হয়নি।

Advertisement

এদিকে বিধানসভায় বেশি আসন থাকার সুবাদে বিজেপি দল কার্যত নীতীশ কুমারকে ব্ল্যাকমেইল করতে থাকে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নীতীশ কুমার কেন্দ্রীয় নেতৃত্বকে অগ্রাহ্য করতে শুরু করে। অমিত শাহের ডাকা অনুষ্ঠানে তিনি যাননি। এমনকি রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেও তিনি ছিলেন না । একই সঙ্গে গতকাল অনুষ্ঠিত নীতি আয়োগের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না।

এদিকে নীতীশ কুমার লালুপ্রসাদ যাদবের অসুস্থতার খবর পাওয়ার পরে তাকে দেখতে যান তার কুশল কামনা করেন এবং লালু প্রসাদ যাদবের স্বাস্থ্য পরীক্ষার জন্য যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করবেন বলে জানিয়ে দেন। অন্যদিকে বসে নেই বিরোধী রাও বিরোধীদলগুলো এখন একমত হয়ে সিদ্ধান্ত নিতে চলেছে আগামী দিনের মমতা বন্দ্যোপাধ্যায় নয় দেশের বিরোধী মুখ হিসাবে নীতিশ কুমারকে সামনে আনা হবে। তবে সবকিছু নির্ভর করছে আগামী দিনে বিহারের রাজনীতি কোন দিকে মোড় নেয়।

মনে রাখতে হবে বিজেপির মত একটি সাংগঠনিক প্রতিহিংসা পরায়ন দল নীতীশ কুমার কে আগামী দিনে ব্যাপক বেগ দিতে পারে । তবে সবকিছু মিলিয়ে বলা যেতে পারে আগামীদিনে ভারতবর্ষের রাজনীতিতে নতুন কিছু পরিবর্তন আসতে চলেছে। এর মধ্যেই শোনা যাবে হয়তো কয়েক মাসের মধ্যেই বিহারের রাজনৈতিক পরিবর্তন। বিহারে রাষ্ট্রীয় জনতা দলের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে বিহারের মুখ্যমন্ত্রীর পদে থাকবেন নীতিশ কুমারই।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ