দেশ 

Vice President Election 2022: উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সময় তৃণমূলের সঙ্গে আলোচনা হয়েছিল,তৃণমূলই আমন্ত্রণ পেয়েও বৈঠকে যোগ দেয়নি, শারদ পাওয়ার মমতার সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হন দাবি কংগ্রেস ও এনসিপির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিরোধী দলগুলি উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করেননি বলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন। গতকাল একুশে জুলাই সভার শেষ হওয়ার পর এক সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রার্থী দিয়েছে সে ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস উপরাষ্ট্রপতি নির্বাচনে কোন প্রার্থীকেই ভোট দেবে না।

আজ অবশ্য দেশের সর্ববৃহৎ বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেস মিথ্যাচারিতা করছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নিয়ে দুটো নাম আলোচনা হয়েছিল এবং সেই দুটি নামই গোপন রাখা হয়েছিল এটা তৃণমূল কংগ্রেস কেউ বলা হয়েছিল।

Advertisement

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী আজ অভিযোগ করেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক মিথ্যাচারিতা করতে পারেন, এমন ব্যক্তি ভারতে আর কেউ নেই।’’ কংগ্রেস শিবিরের যুক্তি, কংগ্রেস নেতা জয়রাম রমেশ নিয়মিত তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন এবং বাকিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সেই আলোচনায় দু’টি নাম উঠে এসেছিল। রাষ্ট্রপতি নির্বাচনের মতো যাতে আগেই সম্ভাব্য প্রার্থীর নাম বাইরে না বেরিয়ে যায়, সে বিষয়ে কংগ্রেস ও অন্য দলের নেতাদের মতো তৃণমূলও মন্ত্রগুপ্তির শপথ নিয়েছিল। বাইরে তা ফাঁসও হয়নি। ১৬ জুলাই কংগ্রেসের রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে সব দলের সঙ্গে যোগাযোগ করে ১৭ জুলাই বৈঠকে বসার আহ্বান জানান। সে দিনই তৃণমূল জানিয়ে দেয়, তাঁরা কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেবে না। কংগ্রেসের ডাকা বৈঠকে কিছু বিরোধী দলের অসুবিধা হতে পারে ভেবে শরদ পওয়ারের বাড়িতে বৈঠক হয়। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সে দিন দিল্লিতে সংসদীয় বিষয়ক মন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিলেও ঠিক তার পরেই পওয়ারের বাড়ির বৈঠকে যাননি।

এনসিপি নেতাদের বক্তব্য, তৃণমূলের কেউ বৈঠকে না আসায় ১৭ জুলাই বৈঠকের সময় পওয়ার বার বার মমতার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু মমতার দফতর থেকে জানিয়ে দেওয়া হয়, তিনি ভার্চুয়াল বৈঠকে ব্যস্ত রয়েছেন। তা সত্ত্বেও বৈঠকে পওয়ার নিজেই জানান, মমতা মেহবুবা মুফতিকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছেন। তা নিয়ে আলোচনাও হয়। এনসিপি নেতৃত্বের প্রশ্ন, তৃণমূলকে এই প্রক্রিয়ায় শামিল করা না হলে মেহবুবার নাম এল কোথা থেকে!

অধীর চৌধুরীর অভিযোগ, জগদীপ ধনকড়কে মাঝখানে রেখে দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিমন্ত বিশ্বশর্মার যে বৈঠক হয়েছিল, মমতা আজ সেই ‘দার্জিলিং চুক্তি’ পালন করলেন। কারণ, তাঁকে বিজেপির আশীর্বাদ পেতে হবে। অধীরের অভিযোগ, ফের ‘দিদি-মোদীর গোপন আঁতাঁত’ প্রমাণিত হল। উপরাষ্ট্রপতি নির্বাচনে মমতা ভোটদানে বিরত থেকে আসলে জগদীপ ধনখড়কেই সুবিধা করে দিলেন।

বিজেপির জাতীয় মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম বলেন, ‘‘যশবন্ত সিনহাকে অনেক বিজেপি বিরোধী দল বা বিরোধী সাংসদ-বিধায়কদের অনেকে ভোট দেবেন না জেনেও তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়নি। এখন তৃণমূলের সিদ্ধান্ত থেকে স্পষ্ট, উপরাষ্ট্রপতি নির্বাচনেও আলোচনা করে বিরোধীরা প্রার্থী ঠিক করেননি।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ