জেলা 

“দেশের পরিস্থিতি যা হচ্ছে, তাতে এরপর মানুষ খেতে পাবে না, শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে” উত্তরবঙ্গের সভায় দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: উত্তরবঙ্গের জলপাইগুড়ির ধুপগুড়ির সভা থেকে সরাসরি বিজেপি ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জ্বালানির মূল্য বৃদ্ধিতে মানুষের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি শ্রীলঙ্কা হতে বেশি সময় নেবে না। তাঁর কথায়, “পরিস্থিতি যা হচ্ছে, তাতে এরপর মানুষ খেতে পাবে না। শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে।”

এদিন ধুপগুড়ির কর্মিসভা থেকে সে প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ থেকে আট বছর আগেও পরিস্থিতি এরকম ছিল না। পেট্রল ১০৬ টাকা, কেরোসিন যা ১৬ টাকা প্রতি লিটার ছিল, তা বেড়ে হয়েছে ১০২ টাকা। মানুষ পেট্রল ভরতে পারছে না। গোটা ভারতবর্ষের মানুষ একই পরিস্থিতিতে। এভাবে চলতে থাকলে মানুষ খেতে পাবেন না। শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে। মানুষ বিজেপির বিরুদ্ধে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো পদক্ষেপ করবে।”

Advertisement

প্রকল্পের নামবদল প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার বাড়ি, তাই মুখ্যমন্ত্রী নাম দিয়েছিলেন বাংলা আবাস যোজনা। তাতে প্রধানমন্ত্রীর ইগোতে লেগেছে। তাই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বিজেপির নেতারাই একথা বলছে বিভিন্ন জায়গায়। এভাবে চলতে পারে না। কেন্দ্র টাকা দিক বা না দিক, মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকবে।”

অবশ্য গতকালই  গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে মোদির তুলনা করেছিলেন  ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। সরকার বিরোধী বিক্ষোভকারীদের হামলায় রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার (Sri Lanka) রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। কিছুদিন পর এই রাজাপক্ষের মতোই অবস্থা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi), তেমনটাই বলেছিলেন ইদ্রিশ আলি। এবার সেই সুর অভিষেকের গলাতেও।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ