দেশ 

Lalu Prasad Yadav : দিল্লির এমসে চিকিৎসাধীন অসুস্থ লালু প্রসাদ যাদবকে ভাগবত গীতা পড়তে ও শুনতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এম সে ভর্তি আছেন। অসুস্থ থাকার কারণেই তিনি শুয়ে শুয়ে ভাগবত গীতা পড়তে বা শুনতে চেয়েছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ভাগবত গীতা তাকে শুনতে দিতে চাননি। এ নিয়ে রীতিমত টুইটারে খুব প্রকাশ করেছেন লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেজ প্রতাপ যাদব। তিনি সম্পর্কে লালুপ্রসাদ যাদবের জৈষ্ঠ পুত্র।

টুইটারে বিহারের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তেজপ্রতাপ লিখেছেন, ‘হাসপাতালে আমার বাবাকে শ্রীমদ্ভাগবতগীতা পড়তে বাধা দেওয়া হয়েছে। যিনি এ কাজ করেছেন, তাঁকে এই জীবনেই মূল্য চোকাতে হবে।’

Advertisement

গত রবিবারই দিল্লির এমস-এর ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছে লালুকে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থার উন্নতি হয়েছে। গত সপ্তাহে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর সরকারি বাসভবনের সিঁড়ি থেকে পড়ে যান লালু। পরিবারের সঙ্গে এখন সেখানেই থাকেন লালু।

পড়ে গিয়ে লালুর ডান কাঁধের হাড় ভেঙে যায়। পিঠেও চোট লেগেছে। হার্ট, মূত্রনালি-সহ আরও অনেক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুকে প্রথমে পটনার পারস হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লির এমসে নিয়ে আসা হয়।

এখন প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত এমসে কেন গীতা পড়তে বাধা দেয়া হয়েছে! কারণ এখন দেশের প্রধানমন্ত্রী পদে আছেন নরেন্দ্র মোদি। ক্ষমতায় আছে হিন্দুত্ব জাতীয়তাবাদী দল বিজেপি। তা সত্ত্বেও এমসের মত কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত একটি হাসপাতালের ভেতরে গীতা পড়তে বাধা দেওয়া হয়েছে তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ