দেশ 

গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব, হাসপাতালে দেখতে গেলেন নীতীশ কুমার, এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হল দিল্লিতে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দেশের প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব গুরুতর অসুস্থ। তিনি এমনিতেই দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। গত রবিবার বাড়িতে পড়ে গিয়ে তাঁর কাঁধের হাড় ভেঙেছে বলে খবর পাওয়া গেছে।

সেই কারণেই সোমবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। নিউমোনিয়া এবং কিডনির সমস‌্যাতেও ভুগছেন বিহারের প্রাক্তন মুখ‌্যমন্ত্রী। পর্যবেক্ষণের জন‌্য তাঁকে ক্রিটিক‌্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

Advertisement

আজ বুধবার তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। যদিও মঙ্গলবার রাতে আরজেডির (RJD) তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কিছু জটিলতা থাকলেও প্রবীণ নেতার শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে। তবে তেজস্বী যাদব জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপনের জন্য লালুকে সিঙ্গাপুর নিয়ে যেতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু এই অবস্থায় সেটা করা হচ্ছে না। দিল্লির চিকিৎসকরা যা পরামর্শ দেবেন, সেটাই মেনে চলা হবে।

বুধবার লালুকে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়ার আগেই তাঁর সঙ্গে দেখা করে এসেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বেশ কিছুক্ষণ পাটনার বেসরকারি হাসপাতালে ছিলেন নীতীশ। লালুকে দেখে আসার পর বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”হাসপাতালে ভরতি হওয়ার সময় যা পরিস্থিতি, তার থেকে ভাল আছেন লালু। আমি ওর দ্রুত আরোগ্য কামনা করছি।” বস্তুত নীতিশ এবং লালুর রাজনৈতিক জীবন চলেছে সমান্তরাল ভাবে। লালু প্রসাদ যাদব এবং নীতীশ কুমার দুজনেই একই গুরুর শিষ্য। লোক নায়ক জয়প্রকাশ নারায়ণের আবিষ্কার ছিলেন এই দুই নেতা। দুজনে একইসঙ্গে রাজনীতির জীবন শুরু করলেও পরবর্তীকালে নীতীশ কুমার লালুর সঙ্গ ছেড়ে দেন। তিনি জনতা দল ইউনাইটেড নামে একটি দল প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে বিহারে নির্বাচনে লড়াই করে। বিজেপির সমর্থন নিয়েই তিনি একনাগাড়ে তিনবার মুখ্যমন্ত্রী পদে বসেছেন। সেদিক থেকে দেখলে নীতীশ কুমারের সঙ্গে লালুর সম্পর্ক এই মুহূর্তে খুব একটা ভালো ছিল না। কিন্তু বন্ধুর এই বিপদের দিনে যেভাবে নীতীশ কুমার সৌজন্যতা দেখিয়েছে তাতে আপ্লুত হয়েছেন লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব। এমনকি লালু প্রসাদের চিকিৎসার জন্য যাবতীয় খরচ বহন করছে নীতিশ কুমারের সরকার।

এদিকে শুধু নীতীশ কুমার নয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদবকে ফোন করে আরজেডি সুপ্রিমোর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী এমনকি প্রিয়াংকা গান্ধীও ফোন করে লালু প্রসাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বলে জানা গেছে। এদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন লালুপুত্র তেজস্বী যাদব একইসঙ্গে তিনি কৃতজ্ঞতা ও প্রকাশ করেছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ