কলকাতা 

Assembly Group D Recruitment : বিধানসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগেও দুর্নীতি হয়েছে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিযোগকে খারিজ করে দিলেন স্পিকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্য বিধানসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুমি আজ বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিধানসভায় মাল্যদান করতে এসেছিলেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বলেন, ‘‘২০১১ সাল থেকে বিধানসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে। আমাদের হাতে কিছু প্রমাণ রয়েছে। সেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরব। মূলত গ্রুপ ডি পদে নিয়োগে ক্ষেত্রে এই দুর্নীতি হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বিধানসভায় যারা গ্রুপ ডি পদে বহাল হয়েছেন তাঁদের বেশির ভাগ দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। আমাদের কাছে প্রমাণ রয়েছে যে, এমন বহু লোক বিধানসভায় বহাল হয়েছেন যাঁরা ভুয়ো মার্কশিট দিয়ে চাকরি পেয়েছেন। অষ্টম ও দশম শ্রেণি উত্তীর্ণ যাঁদের চাকরি দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগেরই ভুয়ো বা জাল মার্কশিট দিয়ে চাকরি পেয়েছেন। তাঁদের বেশির ভাগেরই মার্কশিট বাইরের রাজ্য থেকে আনা হয়েছে।’’

তবে বিরোধী দলনেতার অভিযোগ খারিজ করে দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিধানসভার গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে সব নিয়ম মানা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন যেমন হয়েছে, তেমনই মেডিকেল পরীক্ষাও হয়েছিল। এমন অভিযোগ তুলে তিনি বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। জনতার দুয়ারে না পেরে তিনি বার বার আদালতের দ্বারস্থ হয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে তাঁর জনগণের প্রতি আস্থা নেই।’’

তবে সরকারপক্ষ যাই বলুক না কেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, তার বক্তব্যের স্বপক্ষে যদি তথ্য প্রমাণ পেশ করতে পারেন তাহলে যে আরেকটা বড় ধরনের সমস্যা মমতা সরকারের সামনে এসে হাজির হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ