কলকাতা 

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আগন্তুকের প্রবেশ ঘিরে তৎপর-প্রশাসন, সরিয়ে দেওয়া হলো ডিরেক্টর অফ সিকিউরিটিকে, নতুন দায়িত্বে এলেন আইপিএস পীযূষ পান্ডে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করার লক্ষ্যে এবার ডিরেক্টর অফ সিকিউরিটির পদ থেকে সরিয়ে দেওয়া হল বিবেক সহায়কে।নতুন ডিরেক্টর অব সিকিউরিটি হলেন পীযূষ পাণ্ডে। আর অতিরিক্ত ডিরেক্টর অব সিকিউরিটি করা হল ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মাকে। এ ছাড়া কলকাতা পুলিশের কয়েকটি পদেও বদল আনা হল।

বুধবার রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ডিরেক্টর অব সিকিউরিটি পদে বিবেককে সরিয়ে পীযূষকে বসানোর বিষয়টি জানানো হয়েছে। মনোজকে অতিরিক্ত ডিরেক্টর অব সিকিউরিটি পদে এনে ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে বসানো হয়েছে অজয় ঠাকুরকে। অন্য দিকে, বদলি করা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এসবি) রাজেশ যাদব এবং যুগ্ম কমিশনার সি সুধাকরকে।

Advertisement

নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চত্বরে ঢুকে পড়েছিলেন এক আগন্তুক। তাঁর হাতে ছিল লোহার র়ড। সারা রাত মুখ্যমন্ত্রীর বাড়ির দক্ষিণ দিকে কনফারেন্স হলের পিছনে লুকিয়ে ছিলেন তিনি। এর পর সকালে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় কালীঘাট থানার হাতে। পুলিশের তদন্তে উঠেছে, আগন্তুকের নাম হাফিজুল মোল্লা। হাসনাবাদের বাসিন্দা। জেড প্লাস নিরাপত্তা টপকে লোহার রড নিয়ে হাফিজুল যে ভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছেন, তাতে নিরাপত্তায় গাফিলতির বিষয়টিই প্রকট হয়েছে। ঘটনার তদন্তে নেমে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করেছে লালবাজার। নেতৃত্বে রয়েছেন গোয়েন্দা প্রধান।

তবে শুধুমাত্র ডিরেক্টার অফ সিকিউরিটি কে সরিয়ে কি সমস্যার সমাধান হবে কলকাতা পুলিশের বড় কর্মকর্তাদের সরিয়ে দেয়া উচিত বলে ওয়াকিবহাল-মহল মনে করছে। কারণ মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য দায়িত্বে একজন অফিসার থাকেন ঠিকই কিন্তু পুরো ব্যবস্থাটা পরিচালনা করে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ঘাটতির জন্য দায় এড়াতে পারে না।

এদিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে আনা হয়েছে পীযূষ পান্ডে কে। এই আইপিএস অফিসার মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ঠিক তখন তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পীযূষ পান্ডের সেই অভিজ্ঞতা থাকার জন্যই তাকে এই পদে আনা হয়েছে বলে সূত্রের খবর।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ