দেশ 

Yogi Adityanath: পুলিশি এনকাউন্টারের রেকর্ড তৈরি করল যোগী সরকার, দ্বিতীয় দফার ১০০ দিনেই ৫২৫টি পুলিশ এনকাউন্টার!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘদিনের পরম্পরা ভেঙে উত্তরপ্রদেশে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন যোগী আদিত্যনাথ। গত ২৫ শে মার্চ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দ্বিতীয়বারের জন্য, সময়ের বিচারে আজ সোমবার চৌঠা জুলাই একশ দিন পূর্ণ করল যোগী সরকারের দ্বিতীয় দফা। এই উপলক্ষে যোগী আদিত্যনাথ আজ একটি রিপোর্ট কার্ড প্রকাশ করে।

সেই রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে যোগী সরকারের দ্বিতীয় দফার ১০০ দিনে উত্তরপ্রদেশে পুলিশি এনকাউন্টারের সংখ্যা ৫২৫। পাঁচ জন ‘দুষ্কৃতী’ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। জখমের সংখ্যা ৪২৫। ১,০৩৪ জন দুষ্কৃতীকে গ্রেফতারও করেছে যোগীর পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন ৬৮ জন পুলিশকর্মীও।

Advertisement

এ ছাড়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার অভিযুক্তদের ১৯০ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। যোগী সোমবার বলেন, ‘‘গত কয়েক বছরে মোট ২,৯২৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।’’ যোগী সরকারের সাফল্য তুলে ধরতে লখনউয়ের লোকভবনে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।

যোগী সরকারের রিপোর্ট কার্ড সামনে আসতেই বিরোধীদের অভিযোগের সত্যতা প্রমাণিত হতে শুরু করেছে। বিরোধীদের দাবী যোগী সরকার বুলডোজার সরকার নামে পরিচিত ছিল কিন্তু এবার encounter সরকারের পরিণত হলো।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ