আন্তর্জাতিক 

Chicago Shooting: আমেরিকার শিকাগোর শহরতলীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চলল গুলি, নিহত ৯ জন, আহত ৫৭

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ফের আমেরিকার শিকাগো শহরের চলল বন্দুক বাজদের গুলি। শিকাগো শহর তলিতে আজ সোমবার ছিল স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দুক বাজরা হামলা করে। এই হামলায় কমপক্ষে ৫৭ জন গুলিবিদ্ধ হয়েছে বলে খবরে প্রকাশ। এই ঘটনায় একজন তরুনী সহ নয় জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শিকাগোর পুুলিশ সূত্রে খবর, প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন আততায়ী। ওই বন্দুকবাজের হামলায় শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিন জনের মৃত্যু হয়েছে বন্দুকবাজের গুলিতে। গুলি-হামলায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, গত বছরও আমেরিকার স্বাধীনতা দিবসের সপ্তাহে বন্দুকবাজের গুলিতে ১৯ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত ১০০ জন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ