দেশ 

PMO Fraud: প্রধানমন্ত্রীর দফতরের নাম ব্যবহার করে প্রতারণা, অভিযোগ পেয়ে তদন্তে নামল সিবিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী দফতরের বিরুদ্ধে বড়সড় প্রতারণার অভিযোগকে ঘিরে দেশ জুড়ে চাঞ্চল্য। আর এই অভিযোগের তদন্ত করার জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে,প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে টেন্ডার এবং সরকারি চাকরি পাইয়ে দেওয়ার উক্তি লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগের তদন্ত শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই সূত্রের খবর, বুধবার রাতে প্রধানমন্ত্রীর দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিনটি পৃথক অভিযোগ দায়ের করেছেন। সবকটি অভিযোগই, ভুয়ো পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা তোলার। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর দফতরের শীর্ষ আধিকারিকের নাম ভাড়িয়ে দিল্লি, চণ্ডীগড়-সহ দেশের একাধিক শহরে বিভিন্ন লোকের কাছে ফোন যাচ্ছে। ফোনে বলা হচ্ছে, দফতরের যে কোনও কাজ, টেন্ডার, সরকারি চাকরি, কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে থেকে যে কোনও রকম সুপারিশ পাইয়ে দেওয়া হবে। তার বদলে খরচ করতে হবে অর্থ।

Advertisement

এই অভিযোগে প্রধানমন্ত্রীর দফতর থেকে পর পর তিনটি চিঠি গিয়েছে সিবিআইয়ের কাছে। তার পরই এফআইআর দায়ের করে জালিয়াতির তদন্তে নেমেছে সিবিআই।

তথ্যসূত্র ডিজিটাল আনন্দবাজার


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ