কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর আপ্ত সহায়ক পিপি মাধবনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করল দিল্লি পুলিশ, অভিযোগ ভিত্তিহীন দাবি মাধবনের
বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর আত্ম সহায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গেছে এক মহিলার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ মামলা দায়ের করেছে। যদিও সোনিয়া গান্ধীর আত্মসহায়ক পিপি মাধবন বলেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। যদিও মাধবন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি ষড়যন্ত্র।”
জানা গিয়েছে, তাঁর আপ্তসহায়ক পি পি মাধবনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে দিল্লির উত্তমনগর থানায়। নির্যাতিতা মহিলাদের অভিযোগ, তাঁর স্বামী কংগ্রেসের দপ্তরে হোর্ডিং লাগানোর কাজ করতেন। ২০২০ সালে তাঁর মৃত্যুর পর চাকরির খোঁজ করছিলেন তিনি। সেই সময়ই পান সোনিয়ার আপ্তসহায়কের ফোন নম্বর। যোগাযোগ করলে তাঁকে দেখা করার কথা বলেন মাধবন।
এরপর গাড়িতে করে মহিলাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পথে চলতি বছরের জানুয়ারিতে উত্তমনগর মেট্রো স্টেশনের কাছে প্রথমে শ্লীলতাহানি করেন মাধবন। পরে বাড়িতে নিয়ে গিয়ে নিগৃহীতাকে বলেন, মাধবনের ডিভোর্স হয়ে গিয়েছে। তিনি ওই মহিলাকে বিয়ে করতে চান। অভিযোগ, এরপরই তাঁকে ধর্ষণ করেন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মাধবন সেই মহিলাকে চেনার কথা স্বীকার করলেও উড়িয়ে দিয়েছেন যাবতীয় অভিযোগ। তিনি বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এবং একটি ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।”