জেলা 

Mamata Banerjee: অগ্নিপথ প্রকল্পে ট্রেনিং নেওয়া জওয়ানদের ৬৫ বছর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়ানোর দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার বর্ধমানের এক সরকারি অনুষ্ঠান থেকে বিজেপি সরকারকে নিশানা করেন। মোদি সরকারের নতুন প্রকল্প অগ্নিবীর যেখানে চার মাস ট্রেনিং এরপর মাত্র চার বছর চাকরি করার সুযোগ পাবে ছেলেরা। এনিয়ে বলতে গিয়ে কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন কেন চার বছর কেন ৬০ বছর নয়, প্রয়োজন হলে ৬৫ বছর করতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, এ বার তাঁর সরকারের লক্ষ্য আরও বেশি কর্মসংস্থানের। তার পর ‘জব ফেয়ার’-এ ৩০ হাজার চাকরির ঘোষণা করে আক্রমণ শানান বিজেপিকে। মমতার কথায়, ‘‘ওরা বলছে (পড়ুন কেন্দ্রীয় সরকার), তুমি চার মাস ট্রেনিং (প্রশিক্ষণ) নাও। চাকরির মেয়াদ মাত্র চার বছর। কিন্তু এই চার বছর দিয়ে সারাজীবন চলবে তো! ওই চাকরি ৬০ বছর, প্রয়োজনে ৬৫ বছর করতে হবে।’’

Advertisement

মমতা জানান, তাঁর সরকার যেমন শিক্ষক এবং অন্যান্য সরকারি কর্মচারীদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করেছে, তেমনটা হওয়া দরকার। এর পর তাঁর আরও সংযোজন, ‘‘লোকসভা ভোটকে সামনে রেখে চার বছরের চাকরির প্রকল্প। আমরা বছরে বছরে লক্ষ লক্ষ চাকরি দিই । আরও দেব।’’

সোমবারও মমতা অভিযোগ করেন কেন্দ্রীয় সংস্থা দিয়ে বিরোধীদের হয়রানি করছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, ‘‘আমার দলের কেউ হলে, অন্যায় করলে চড় মারতে পারি। বিজেপির ক্ষমতা আছে উল্টো পাল্টা বকলে কাউকে শাস্তি দেওয়ার? আর ওদের বিরুদ্ধে কথা বললেই ইডি-সিবিআই। এ ভাবে দেশ চলে! এত ভয়ে ভয়ে কেন মানুষ থাকবে!’’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ