জেলা 

Abhishek Banerjee: ‘এক ডাকে অভিষেক’, মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে নয়া পরিষেবা ডায়মন্ডহারবারের সাংসদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দিদিকে বলো কিংবা টক টু মেয়র এই ধরনের জনসংযোগ মূলক প্রকল্প ইতিমধ্যে মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে । আর তা থেকে শিক্ষা নিয়ে তৃণমূল সাংসদ এবং শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক নতুন প্রকল্পের সূচনা করেছেন । যার নাম এক ডাকে অভিষেক । এতদিন ধরে ডায়মন্ডহারবার এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল সাংসদকে পাওয়া যায় না ।

তাই এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকার সাধারণ নাগরিকদের সঙ্গে জনসংযোগ গড়ে তূলতে ‘এক ডাকে অভিষেক’ নামে নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছেন ।  যেখানে এক ফোনেই সাংসদকে অভাব-অভিযোগ জানাতে পারবেন ডায়মন্ড হারবারের বাসিন্দারা। আজ শনিবার এই পরিষেবার উদ্বোধন করা হয়।

Advertisement

ডায়মন্ড হারবার এলাকার জন্য চালু হচ্ছে নয়া হেল্পলাইন নম্বর-৭৮৮৭৭৭৮৮৭৭। সূত্রের খবর, এই নম্বরে ফোন করে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন এলাকার বাসিন্দারা। পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘এক ডাকে অভিষেক’। অর্থাৎ হাত বাড়ালেই সাংসদকে পাবেন সংশ্লিষ্ট সংসদীয় এলাকার বাসিন্দারা। সাধারণত, ভোটে জেতার পর এলাকায় জনপ্রতিনিধিদের দেখা পাওয়া যায় না বলে অভিযোগ ওঠে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সফল হলে সার্বিকভাবে দলের কল্যাণ হবে বলে রাজনৈতিক মহল মনে করছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ