জেলা 

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা শুধু শাসক দলের নেতারাই করেননি, বিরোধী দলের নেতারাও যে সমানভাবে এই ধরনের দূনীর্তির সঙ্গে যুক্ত তা বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে । আর এবার চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হলেন হাওড়ার বিজেপি নেতা সুমিত রঞ্জন কাঁড়ার ।  শুক্রবার রাতে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে উদয়নারায়ণপুর থানার পুলিশ। এই বিজেপি নেতা গত বিধানসভা নির্বাচনের সময় বিজেপির প্রার্থী হিসাবে উদয়নারায়ণ বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ।

হাওড়ার উদয়নারায়ণপুরের ভবানীপুরে সুমিত রঞ্জন কাঁড়ারদের একটি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানেই এলাকার একাধিক ছেলেমেয়ে কাজ করত। অভিযোগ, সেই সময় সুমিত রঞ্জন কাঁড়ার চাকরি পাইয়ে দেওয়ার নামে ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নেয়। তবে চাকরি পাননি কেউই। এমনকি টাকাও ফেরত পাননি চাকরিপ্রার্থীরা।

Advertisement

দীর্ঘদিন চাকরি ও টাকা ফেরত না পেয়ে একমাস আগে চাকরীপ্রার্থীরা আমতা উদয়নারায়ণপুর রাস্তার ভবানীপুরে বিজেপি নেতার অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর উদয়নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেয়। চাকরিপ্রার্থীরা অবরোধ তুলে দেন।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, চাকরি দেয়নি সুমিত। টাকা ফেরত দেওয়ার জন্য চেক দেয়। সেই চেকও বাউন্স করে। এ বিষয়ে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান, ২০১৪ সাল থেকে বাবা ও ছেলে উদয়নারায়ণপুর ছাড়াও আমতা, জগৎবল্লভপুর, পুড়শুড়া, খানাকূল-সহ একাধিক জায়গার চাকরিপ্রার্থীদের প্রতারণা করেছে। এতদিন কেউ ভয়ে মুখ খুলত না।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ