কলকাতা 

SSC Scam: এসএসসি অফিসে সিবিআই তল্লাশি, বাজেয়াপ্ত করা হলো হার্ড ডিস্ক, নথি, ফাইল, সোমবার তিন মামলাকারীর কাছ থেকে অনিয়মের নথি জমা নিল সিবিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির তদন্ত করতে গিয়ে গত শনি ও রবিবার দুইদন ধরেএ সএসসি দপ্তরের তল্লাশি চালায় সিবিআই।

সিবিআই সূত্রে খবর, আট – দশটি হার্ড ডিস্ক, দফতরের ভিতরে ছ’টা আলমারি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর ফাইল। এসএসসি সংক্রান্ত বিষয়ে একাধিক ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সিবিআইয়ের একটি টিম খতিয়ে দেখছে এই নথি ও হার্ড ডিস্ক গুলিকে। সিবিআই সূত্রে খবর, গত শনিবার ও রবিবার এসএসসি অফিসে অভিযান চালিয়ে এসএসসি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি, ফাইল, ও হার্ড ডিস্ক উদ্ধার করে সিবিআই।

Advertisement

এর কিছুদিন আগে সার্ভার রুম সিল করে দেওয়া হয়েছিল। কেউ বাইরে থেকে বা নিজের বাড়িতে বসে এসএসসি অফিসের সার্ভার রুমে যোগাযোগ না করতে পারে, বা প্রমাণ নষ্ট (evidence tamper) করতে না পারে , তাই সার্ভার রুমের সমস্ত ইন্টারনেট কানেকশন বন্ধ করা হয়েছিল৷ রুমে ১৪টি কম্পিউটার এবং CPU রাখা ছিল, সেটাও সিল করেছিল সিবিআই । এর সঙ্গে ৬টি আলমারি সিল করে ছিল।

এসএসসি মামলায় গ্রুপ সি মামলাকারী মিলন দাস, দীপঙ্কর মান্না ও নবম দশম শ্রেণীর মামলাকারী অনিন্দিতা বেরা এবং তাঁদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত হাজিরা দেন। এসএসসি তিন মামলাকারীকে সোমবার তলব করা হয়েছিল। সিবিআইয়ের কাছে নথি নিয়ে হাজিরা দিলেন তাঁরা। মামলাকারী অনিন্দিতা বেরা জানান, তাঁর থেকে নথি চাওয়া হয়েছে। সিবিআই দফতরের সেকারণে তিনি হাজির হয়েছেন। তার থেকে কম যাঁরা নম্বর পেয়েছিলেন তাঁরা চাকরি পেয়েছিলেন কিন্তু তাঁর নাম লিস্টে থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি।

আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত জানান, এসএসসি মামলায় মামলাকারীদের নথি নিয়ে তলব করে সিবিআই। সেকারণে ৩জন মামলাকারী সোমবার এসেছেন। কীসের ভিত্তিতে তাঁরা মামলা করেছেন তা জানতেই নথি নিয়ে তলব করতে বলা হয়েছে। সোমবার ১১টা নাগাদ মামলাকারীরা আসেন নিজাম প্যালেসে। তদন্তকারীরা তাঁদের থেকে জানতে চান, কিসের ভিত্তিতে তাঁরা এই মামলা করেছিলেন? কী কী প্রামান্য নথি রয়েছে? লিস্টে কত নম্বরে নাম ছিল? কীভাবে দুর্নীতি সেই সম্পর্কে তাঁরা কীভাবে নিশ্চিত হলেন? কোন তথ্য ও নথি রয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে? এই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ