কলকাতা 

হাই মাদ্রাসায় প্রথম শরিফা খাতুন, প্রথম দশে মালদা মুর্শিদাবাদের পরীক্ষার্থীরা, পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, হাই মাদ্রাসা পরীক্ষায় পাসের হার ৮৭.০২ শতাংশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ আয়োজিত হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার ৩০ মে মাদ্রাসা শিক্ষা পর্ষদ অফিসে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন মাদ্রাসা বোর্ডের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন। তিনি জানান পরীক্ষা শেষ হওয়ার 40 দিনের মাথায় হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো।

এদিন হাই মাদ্রাসা পরীক্ষার প্রথম স্থান দখল করেছেন মালদা জেলার ছাত্রী শরিফা খাতুন।শুধু তাই নয়, প্রথম দশের ৬ পড়ুয়াই মালদহের। তবে পাশের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর।

Advertisement

করোনার প্রকোপ কমতেই চলতি বছরে অফলাইনে হয়েছে হাই মাদ্রাসার পরীক্ষা। ২১ মার্চ শেষ হয়েছিল পরীক্ষা। সোমবার ৩০ এপ্রিল অর্থাৎ পরীক্ষা শেষের ঠিক ৪০ দিনের মাথায় প্রকাশিত হল হাই মাদ্রাসার ফল।

এদিন মাদ্রাসা শিক্ষা পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন ফল ঘোষণা করে বলেন, চলতি বছরে পাশের হার ৮৭.০২ শতাংশ। প্রথম স্থানে মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী সারিফা খাতুন। তাঁর প্রাপ্ত নম্বর ৭৮৬। দ্বিতীয় হয়েছেন ইমরানা আফরোজ। তিনি পেয়েছেন ৭৭৫। তৃতীয় স্থানে মহম্মদ ওয়াকিল আনসারি । তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৩।

মাদ্রাসা পর্ষদের তরফে জানানো হয়েছে, চলতি বছরে ছাত্রীদের পাশের হার ৮৬.৭৪ শতাংশ। ছাত্ররা পাশ করেছেন ৮৭.৬০ শতাংশ। আজ অর্থাৎ সোমবার বেলা সাড়ে বারোটা থেকে মাদ্রাসায় দেওয়া হবে রেজাল্ট। তবে পরীক্ষার্থীরা অনলাইনেও জেনে নিতে পারবেন রেজাল্ট। wbbme.org, wbresults.nic.in ও exametc.com এই তিনটি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়া এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন আপনি।

চলতি বছরে পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর এগিয়ে থাকলেও প্রথম দশে স্থান করে নিয়েছেন মূলত মালদহ ও মুর্শিদাবাদের পড়ুয়ারাই। উল্লেখ্য, গত বছরের তুলনায় চলতি বছরে বেশ খানিকটা কমেছে পাশের হার। ২০২১ সালে পাশ করেছিলেন ১০০ শতাংশ পড়ুয়া। এবছর তা কমে হয়েছে ৮৭.০২ শতাংশ। তবে পরিসংখ্যান অনুযায়ী এবার বেশ খানিকটা বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা।

৯০ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী ছিলেন। পরিসংখ্যান বিচার করলে দেখা যাচ্ছে, গত তিন বছরের থেকে পরীক্ষার্থীর সংখ্যা এবছর অনেকটাই বেড়েছে।মাদ্রাসার ক্ষেত্রে মাধ্যমিক স্তরকে আলিম বলা হয়। উচ্চ মাধ্যমিক স্তরকে ফাজিল বলা হয়। আলিমে পাশ করেছেন ১০,৭৫৭ জন। দক্ষিণ দিনাজপুরে পাশের হার ৯৮.৫৯ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ৯৭.৬০ শতাংশ পাশ করেছেন।ফাজিলে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪৫৪৫ জন। উত্তর ২৪ পরগনায় ৯৮.২২ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৯৭.৭৭ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯৬ শতাংশ পাশ করেছেন।

আলিমে ১ থেকে ১০ এর মধ্যে ১৪ জন রয়েছেন। প্রথম স্থানে দুজন। মুর্শিদাবাদ সুলতানপুর সিনিয়র মাদ্রাসার আলফাজ শেখ ও উত্তর ২৪ পরগনার মহম্মদ মুজাহিদিন প্রথম হয়েছেন।

হাইমাদ্রাসার ফলাফলের ক্ষেত্রে রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর সার্বিকভাবে এগিয়ে। জেলার ৯৮.৫৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। উত্তর ২৪ পরগনার পাশের হার ৯২.৭২ শতাংশ। কলকাতায় পাশের হার ৯২ শতাংশ। কলকাতা এই প্রথম উপরে উঠে এল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ