কলকাতা 

ডেঙ্গু আক্রান্তদের উপর নজরদারিতে চালাতে পুর চিকিৎসকদের নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কলকাতা পুরসভা রুগীর রক্তের এন এস ওয়ান এর পাশাপাশি আই জি জি পরীক্ষা বাধ্যতামূলক করেছে। পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ আজ সাংবাদিকদের বলেন, আই জি জি পরীক্ষা করলে সংশ্লিষ্ট রোগী আগে কোনোবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিনা তা জানা যাবে। আই জি জি পজিটিভ হওয়া রোগীদের  উপর  পুরচিকিৎসকরা বিশেষ নজর রাখবেন। অতীন বাবু আরো বলেন, ডেঙ্গুর বিভিন্ন রকম উপসর্গ দেখা যাচ্ছে। তাই পেট ব্যাথা, গা হাত পা বা মাথা যন্ত্রণার উপসর্গ দেখা গেলেই পুরচিকিৎসকদের এন এস ওয়ান টেস্ট করতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রুগী বাড়িতে থাকুন বা হাসপাতালে তার উপর লাগাতার নজরদারি রাখার জন্য পুরচিকিৎসকদের বলা হয়েছে। শহরে বেশ কিছু চিকিৎসক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এর নির্দেশিকা মেনে ডেঙ্গুর চিকিৎসা করছেন না। এই অভিযোগ অতীনবাবু রাজ্য  স্বাস্থ্য দপ্তরে করেছেন বলে তিনি সাংবাদিকদের জানান। এদিকে চলতি বছরে শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩০০ এর কিছু বেশি বলে অতীন বাবু জানান।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × two =