কলকাতা 

কলকাতা পুরসভা শহরে আরো দুটি মডেল বস্তি তৈরি করবে, আটটি মডেল বস্তির কাজ শেষের পথে

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কলকাতা পুরসভা শহরে আরো দুটি মডেল বস্তি তৈরি করতে চলেছে । উত্তর কলকাতার ৩ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ও ৩২ নম্বর ওয়ার্ডের ভাঙামহল্লা বস্তি দুটি মডেল বস্তি হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই মডেল বস্তির বিশদ প্রকল্প রিপোর্ট রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছিল। সম্প্রতি তা দফতরের অনুমোদন লাভ করেছে।

রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে এর জন্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে বলে পুরসভার বস্তি ও পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন। তিনি আরো বলেন, পুজোর পরই এর জন্য দরপত্র ডাকা হবে। বর্তমানে শহরে  আটটি মডেল বস্তির কাজ চলছে। এর মধ্যে ৫৮ নম্বর ওয়ার্ডে ধাপা এলাকায় হাটগাছিয়া মডেল বস্তির কাজ প্রায় সম্পুর্ন। খুব শীঘ্রই মেয়র শোভন চট্টোপাধ্যায় এর উদ্বোধন করবেন বলে স্বপন বাবু জানান।

Advertisement

হাটগাছিয়া ছাড়াও ১৩২ নম্বর ওয়ার্ডের কোকোলা বাগান, ঢাকুরিয়ার পঞ্চাননতলা , রাজবাজারে ধরবাগান, বেলেঘাটার মিয়াবাগান,৯৩ নম্বর ওয়ার্ডে লেক গার্ডেন সংলগ্ন বস্তি, ১৩ নম্বর ওয়ার্ডে ও ৭৭ নম্বর ওয়ার্ডে মডেল বস্তি তৈরির কাজ চলছে।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 3 =