জেলা 

পৃথিবীর কোনও অংশে গুণ্ডামি বাঁচে না , হিটলারও বাঁচেনি, বীরভূমে সিপিএমের সভায় অনুব্রতকে তোপ কৃষক নেতা হান্নান মোল্লার

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : হারামের খেয়ে খেয়ে দিনের পর দিন ধরে শুয়োরের মতো চেহারা হয়ে যাচ্ছে, তার জন্যই সাধারণ শ্রমিক ও কৃষকদের ওপর হামলা করছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সোমবার নলহাটির কাঁটালগড়িয়া মোড়ে লং মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন সিপিএম সাংসদ হান্নান মোল্লা। তাঁর এরকম মন্তব্যের পরেই রাজ্যের  রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
এদিন প্রাক্তন সিপিএম সাংসদ হান্নান মোল্লা বলেন, “সময়তে যদি সাধারণ মানুষ বোঝে যে কারা নির্বাচন করতে দেয়নি, কারা গায়ের জোর খাটিয়ে নোংরা গুণ্ডামি করছে। সেই গুণ্ডার টুটি যখন মানুষ একবার চেপে ধরবে তখন সবাই সবকিছু হাড়েহাড়ে টের পাবে।”

তিনি আরও বলেন, “পৃথিবীর কোনও অংশে গুণ্ডামি বাঁচে না। হিটলারও কিন্তু বাঁচেনি। এই কথাটা কান খুলে শুনে রাখুন। সেই সময় হিটলার মারা গিয়ে কবরে গিয়েছিল, এখানে কিন্তু মরলে কবরে যাবে না, রাস্তার কুকুরগুলো দেহ ছিঁড়ে ছিঁড়ে খাবে।” তাঁর এরকম মন্তব্যে অবশ্য বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল পাল্টা আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেন, “হান্নান মোল্লার কথার প্রতিবাদ না করলে জেলার সিপিএম নেতা কর্মীদের কপালে চরম বিপদ ঘনাবে।”

Advertisement

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 1 =