কলকাতা 

Nurse Agitation : নার্স নিয়োগের প্রকাশিত সরকারি প্যানেলেও অনিয়ম, তীব্র আন্দোলনের পথে নার্সরা, স্বাস্থ্য ভবনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলো র‍্যাফ , আলোচনা ব্যর্থ, আন্দোলন চলবে জানিয়ে দিলো আন্দোলনকারীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নার্স নিয়োগে অনিয়ম হয়েছে এই অভিযোগে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখানো বেসরকারি হাসপাতালের নার্সরা। অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালে নার্স নিয়োগের যে প্যানেল প্রকাশিত হয়েছে তাতে রেজিস্ট্রেশন হয়নি এমন নার্সদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে কয়েক জনকে পুলিশ জোর করে গাড়িতে তোলার চেষ্টা করলে বিক্ষোভ আরো বেড়ে যায় । এরপর স্বাস্থ্য ভবনের সামনে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষপর্যন্ত র‍্যাফ নামাতে হয়।সোমবার দুপুরে এ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সল্টলেকে স্বাস্থ্য ভবনের কাছে।

আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা করোনা পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন। সরকারি হাসপাতালে নিয়োগে তাঁদের অগ্রাধিকারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু গত ২০ মে নতুন যে প্যানেল প্রকাশ হয়েছে, তাতে ২০১৮, ’১৯ কিংবা ’২০ সালের কারও নাম নেই। সবাই ২০২১ সালে নার্সিং ডিগ্রি পাওয়া চাকরিপ্রার্থী। এখানেই শেষ নয়। তাঁদের আরও অভিযোগ, রেজিস্ট্রেশন নেই, অথচ প্যানেলে নাম আছে, এমন চাকরিপ্রার্থীও আছেন। তা ছাড়াও, অসংরক্ষিত আসনেও সংরক্ষিত চাকরি প্রার্থীদের জায়গা করে দেওয়া হয়েছে। এ নিয়ে স্বাস্থ্য ভবনের অদূরে বিক্ষোভ শুরু করেন কয়েকশো নার্স।

Advertisement

বিক্ষোভ প্রশমন করতে পুলিশ নামলে শুরু হয় উত্তেজনা। ‘হেলথ রিক্রুটমেন্ট বোর্ড’ অফিস থেকে একটি গাড়ি বেরিয়ে এলে তার সামনে পথ আগলে দাঁড়ান কয়েক জন বিক্ষোভকারী। রাস্তাতেই বসে পড়েন কেউ কেউ। পুলিশ সরাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। কয়েক জন আন্দোলনকারীকে পুলিশ ভ্যানে তোলা হলে অন্যরা তাদের প্রায় ছিনিয়ে আনে। কার্যত তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন বলেও খবর।

পরে চার জন প্রতিনিধি সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান। প্রায় ঘণ্টা খানেক বৈঠকের পরও কোনও সমাধানসূত্র মেলেনি বলে জানিয়েছেন তন্দ্রা চক্রবর্তী নামে এক আন্দোলনকারী। পাল্টা তাঁরা জানিয়ে দেন, বিক্ষোভ চলবে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ