কলকাতা 

SSC Examination: স্বচ্ছতার সঙ্গে শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের জন্য একগুচ্ছ নতুন প্রস্তাব মমতা সরকারের কাছে পাঠালো এসএসসি, নবান্নের সবুজ সংকেত পেলেই নতুন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কী কী পদ্ধতিতে নিয়োগ হবে ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম সামনে আসার পর স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করার জন্য একগুচ্ছ প্রস্তাব শিক্ষা দপ্তরে পাঠাল এসএসসি ।

আগামী দিনে আর দীর্ঘ প্রশ্ন নয়, ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন কর্তৃপক্ষ। পাশাপাশি, কাউন্সেলিং পর্বেও কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। যদিও কমিশন সূত্রে খবর, এ সবই রয়েছে পরিকল্পনার স্তরে। সরকারের সবুজ সঙ্কেত পেলে তবেই নতুন নিয়ম কার্যকর হবে।

Advertisement

কমিশন সূত্রে খবর, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা থেকে নিয়োগ পর্ব— পুরো প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং স্বল্পমেয়াদি হয়, তার জন্য ভাবনাচিন্তা করছে তারা। সেখানে প্রথমেই রয়েছে, ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার বিষয়টি। আর দীর্ঘ উত্তর লেখা নয়, ছোট প্রশ্নমালায় প্রশ্নপত্র সাজাতে চাইছে কমিশন। তা ছাড়া, ওএমআর শিটে স্ক্যান-এর সুবিধা থাকায় ভুয়ো পরীক্ষার্থীর মতো সমস্যা বা আশঙ্কাও কম হবে বলে দাবি তাদের। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আসে কাউন্সেলিং পর্ব। তার সময়সীমা যাতে কম করা যায়, এ ব্যাপারেও ভাবনাচিন্তা করেছে এসএসসি। রয়েছে কাউন্সেলিংয়ের দীর্ঘমেয়াদি পর্বকে কাটছাঁট করার ভাবনাও।

পাশাপাশি, প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ছিল ‘সিঙ্গল ক্যাডার পোস্ট।’ তাতে বিচার্য ছিল ‘লিঙ্গ’ এবং ‘মাধ্যম’। অর্থাৎ, কোনও ‘গার্লস স্কুলে’ প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলাকে অগ্রাধিকার দেওয়া হত।

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা রক্ষার জন্য এসএসসির এই নয়া প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত দিলে এই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া শুরু হবে। মনে করা হচ্ছে দুর্নীতির শিখরে পৌঁছে যাওয়ার পর মমতা সরকার খানিকটা হলেও নড়েচড়ে বসেছে। এতদিন পরে তারা উপলব্ধি করতে পেরেছে এসএসসির শিক্ষক নিয়োগে দুর্নীতি রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। তবে এসএসসি যাই সিদ্ধান্ত নিব না কেনো সবটাই নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত এর উপরে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ