জেলা 

সিবিআই তদন্তের দাবিতে সোমবার রাষ্ট্রপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছেন উত্তর দিনাজপুরের দাড়িভিটের নিহতের পরিবার

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সিবিআই তদন্তের দাবিতে  রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে উত্তর দিনাজপুরের দাড়িভিটের নিহত রাজেশ সরকার ও তাপস বর্মণের বাবা। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন তাঁরা। শনিবার বিজেপি-র দলের পক্ষ থেকে দাড়িভিট থেকে তাঁদের কলকাতায় নিয়ে আসে। রবিবার তাঁরা দিল্লি পৌঁছান। রাষ্ট্রপতি ছাড়াও দিল্লিতে মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন তাঁরা।

কেন্দ্রীয় মন্ত্রী এসএস আলুওয়ালিয়া ও মুকুল রায়ের নেতৃত্বে এই দুই পরিবার সোমবার  জাতীয় মানবাধিকার কমিশনে যাবেন। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমরা এই দুই পরিবারের পাশে আছি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রক, রাষ্ট্রপতি ও জাতীয় মানবাধিকার কমিশনে গিয়ে এই ঘটনার জন্য দুই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হবে। আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা রয়েছে এই দুই পরিবারের।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় শাসকদলের উপর চাপ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 − two =