কলকাতা 

Paresh Chandra Adhikary: ‘’কাউকে কোনও জামাই আদর করা হবে না’’ মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সিবিআই দপ্তরে হাজিরা না দেওয়ায় কড়া মন্তব্য বিচারপতির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পরপর আদালত অবমাননা। গত পরশু দিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ওই দিন রাত আটটার মধ্যে সিবিআই দপ্তর এর হাজিরা দিতে হবে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি ওই দিন রাতে সিবিআই দপ্তরে যাননি। এমনকি গতকাল তিনি বর্ধমান থেকে আবার কোচবিহার ফিরে গেছেন। একজন মন্ত্রী হয়ে কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে চলেছেন। এই অবস্থায় আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সিবিআই দপ্তরে হাজিরা দেন নি এই তথ্য সিবিআইয়ের আইনজীবী দেন। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বিকেল তিনটের মধ্যে মন্ত্রীকে সিবিআই দপ্তরে হাজির দেওয়ার নির্দেশ দেন।

কিন্তু মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী বিকেল তিনটের সময়ও সিবিআই দপ্তরে যাননি। এরপরই আদালত কড়া পদক্ষেপ করে সিবিআইকে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দেয়। সেই মোতাবেক পরেশ চন্দ্র অধিকারী ও তার মেয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।

Advertisement

এদিকে, মামলার শুনানি চলাকালীন  পরেশের আইনজীবী জানান, কলকাতার উদ্দেশে ইতিমধ্যেই রওনা হয়েছেন পরেশ। সাড়ে ৬টার সময় কলকাতায় আসতে পারবেন। এর পর পরেশের আইনজীবী অনুরোধ করেন, মন্ত্রীকে যেন পুলিশ ধরে নিয়ে না যায়। এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কাউকে কোনও জামাই আদর করা হবে না।’’

পাশাপাশি, বারবার বলা সত্ত্বেও পরেশ এব‌ং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী কেউই নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই দফতরে হাজিরা না দেওয়ায় বাবা-মেয়ে, দু’জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করল সিবিআই।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, এখনই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে বিধাননগর কমিশনারেটকে। কলকাতায় নামলে বিমানবন্দর থেকেই পরেশকে সিবিআইয়ের কাছে নিয়ে যাওয়ার নির্দেশও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বৃহস্পতিবার সকালেই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, যেখানেই থাকুন, বিকেল ৩টের মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে পরেশকে। আদালতের নির্দেশ অবমাননা নিয়ে মন্ত্রীকে এমনই নির্দেশ দেয় উচ্চ আদালত। আদালতের নির্দেশ অমান্য করে এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি পরেশ। এই ঘটনা আদালতের দৃষ্টি আকর্ষণ করানোর পর বৃহস্পতিবার সকালেই সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ