কলকাতা 

SSC Scam: এসএসসির চেয়ারম্যান পদত্যাগ করলেও তা গৃহীত হয়নি তিনি এখনও চেয়ারম্যান পদে বহাল,আদালতে জানাল কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গতকাল বুধবার সিবিআই দপ্তর এ রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেওয়ার কিছুক্ষণ পরে জানা যায়, স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করেছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই রাজ্য সরকার জানিয়ে দেয় স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন আইএএস অফিসার শুভ্র চক্রবর্ত্তী।

এই খবর ছড়িয়ে পড়ার পর স্কুল সার্ভিস কমিশনের তথ্য লোপাট হতে পারে এই আশঙ্কায় মামলাকারীদের আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতির নির্দেশে রাত সাড়ে দশটার পরে কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয়। যেটা এক নজিরবিহীন ঘটনা বলে চিহ্নিত হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই শুনানিতে অংশ নিয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেন এসএসসির অফিস ঘিরে ফেলার। একইসঙ্গে বৃহস্পতিবার বেলা একটার মধ্যে এসএসসির সচিবকে সিসিটিভির তথ্য সহ কলকাতা হাইকোর্টের জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বৃহস্পতিবার এই মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশন ১৮০ ডিগ্রি ঘুরে জানিয়ে দিল কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করলেও তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। এসএসসি চেয়ারম্যান পদে এখনো সিদ্ধান্ত মজুমদারই বহাল রয়েছেন।

Advertisement

স্কুল সার্ভিস কমিশন এর অবস্থান পরিবর্তনের নেপথ্যে হাইকোর্টের কড়া অবস্থান বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।

বুধবার সন্ধ্যায় এসএসসি-র শীর্ষপদ থেকে ইস্তফা দিয়েছিলেন সিদ্ধার্থ। এর পরেই নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, এসএসসি-র নতুন চেয়ারম্যান হচ্ছেন আইএএস পদাধিকারী শুভ্র চক্রবর্তী। তার পরের দিনই আদালতে কমিশনের এমন বিবৃতি ঘিরে তৈরি হয় জল্পনা।

প্রসঙ্গত, বুধবার রাতে এসএসসি-তে নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে নানাবিধ জল্পনার মাঝেই মামলাকারীরা জরুরি ভিত্তিতে আদালতের দ্বারস্থ হন। তাঁদের দাবি মেনে রাতেই হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি শুরু হয়। মামলাকারীদের আশঙ্কা ছিল, নতুন চেয়ারম্যান নিয়োগ করে নিয়োগ সংক্রান্ত জরুরি নথি নষ্ট করা হতে পারে। তার ভিত্তিতে এসএসসি ভবনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখার নির্দেশ দেন বিচারপতি।

ওয়াকিবহাল মহল বলছে, গতকাল এসএসসির চেয়ারম্যান পদত্যাগ করার পর যেভাবে নবান্ন তড়িঘড়ি একজন আমলাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছিল তা বৈধ হয়নি। এর ফলে আদালত তথা জনমানষের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। কারণ সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে দুর্নীতি ঢাকতেই এসএসসির চেয়ারম্যান পদে একজন আমলাকে বসানো হয়েছে। কলকাতা হাইকোর্ট গতকাল রাতে শুনানি করতে রাজি হয়েছে এই কারণেই চেয়ারম্যান পদত্যাগ করার কিছুক্ষণ পরেই যেভাবে সরকার নতুন চেয়ারম্যান এর নাম ঘোষণা করল তা বিধি মেনে হয়নি তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। আর শেষ পর্যন্ত মুখ রক্ষা করার জন্যই আদালতে এসএসসির আইনজীবিকে বলতে হয়েছে চেয়ারম্যান পদত্যাগ করলেও তা গৃহীত হয়নি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ