কলকাতা 

স্যান্ডফোর্ড অ্যাকাডেমির তত্ত্বাবধানে শুরু হল নিট 2022 পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন ‘গিয়ার আপ ফর মেডিকেল অস্পিরান্টস’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আকাশ পারভেজ: ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে একরাশ স্বপ্ন নিয়ে আজ মঙ্গলবার এক ঝাঁক ছাত্র-ছাত্রীদের মাঝে মিশে গেলেন অভিজ্ঞ মাস্টারমশাইরা, তাঁদের সঙ্গে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির কর্মকর্তারাও। আজ বিকেলে কলকাতার নিউটাউনে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হল নিট 2022 পরীক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন ‘গিয়ার আপ ফর মেডিকেল অস্পিরান্টস’। এবছর উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যারা নিট পরীক্ষায় ক্র্যাক করতে বদ্ধপরিকর, তাদের নিয়ে ছিল এদিনের আয়োজন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে এ দিনের আয়োজনে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ আর খান।

এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী ও প্রধান শিক্ষক তাকির মন্ডল, বিশিষ্ট শিক্ষাপ্রেমী কচিকাঁচা মিশন মালদা’র কর্ণধার জিয়াউল হক, শিক্ষক নায়ীমুল হক প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন বীরভূম বসন্তপুরের বিশিষ্ট শিক্ষক শাহাদাত হোসেন, গৌরাঙ্গ সরখেল, শেখ সাবির হোসেন, শেখ নাসিম উদ্দিন মন্ডল, তাইবুল হক, মাসুমা আখতার, সুস্মিতা সন্ন্যাসী, আজহারউদ্দিন মোল্লা, স্পন্দন মল্লিক প্রমূখ।

Advertisement

এদিন সকলের জন্য শুভেচ্ছা বার্তা প্রদান করেন স্যান্ডফোর্ড অ্যাকাডেমির ম্যানেজিং ডাইরেক্টর শেখ জসিম উদ্দিন মন্ডল। উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা তোমাদের ঘর-বাড়ি ছেড়ে এই আকাডেমিতে এসেছো একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে।

তোমরা একাগ্রতার সঙ্গে নিষ্ঠাবান হলে আমরাও চেষ্টা করবো সর্বতোভাবে তোমাদের পাশে দাঁড়াতে। স্যান্ডফোর্ড অ্যাকাডেমি টিমের সকল সদস্য তাঁর এই মূল্যবান কথার সঙ্গে সহমত পোষণ করে করতালি দিয়ে সমর্থন জানান। এ দিন অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন পান্থ মল্লিক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ