আন্তর্জাতিক 

Danish Siddiqui: ফের পুলিৎজার পুরস্কার পেলেন প্রখ্যাত ফটোগ্রাফার প্রয়াত দানিশ সিদ্দিকী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু রেখে গেছেন তার অমর কীর্তি। শাসকদলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি গঙ্গায় ভাসমান কবিদের মৃত মানুষের ছবি আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দিয়েছিলেন। তা নিয়ে দেশ তথা আন্তর্জাতিক মহলের শোরগোল শুরু হয়ে যায়।

অমর দুঃসাহসিক ছবি তোলার জন্য মৃত্যুর প্রায় এক বছর পর পুলিৎজার পুরস্কার পেলেন সাংবাদিক দানিশ সিদ্দিকী (Danish Siddiqui)। ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে এই পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে আরও তিন জন এই পুরস্কার ভাগ করে নিয়েছেন। কোভিড পরিস্থিতিতে ভারতের একটি গণচিতার ছবি তুলে এই পুরস্কার পেয়েছেন তিনি। প্রসঙ্গত, গত জুলাই মাসে আফগানিস্তানে তালিবানের হাতে খুন হন তিনি।

Advertisement

রয়টার্সের সঙ্গে যুক্ত ছিলেন দানিশ। পুলিৎজারের ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে, “ভারতে কোভিড পরিস্থিতি চলাকালীন দানিশ যে ছবি তুলেছেন, সেই ছবিতে একই সঙ্গে দেখা যাচ্ছে ভারতীয়দের একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতা এবং কোভিডের কারণে অসংখ্য মানুষের মৃত্যু। এই ছবি দেখে মানুষের মধ্যে চেতনা তৈরি হবে।” যে ছবিটির জন্য দানিশ পুলিৎজার (Pulitzer Prize) পুরস্কার পেলেন, সেখানে দেখা যাচ্ছে, শ্মশান সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি বাড়ি রয়েছে পাশাপাশি। শ্মশানে এক সঙ্গে জ্বালানো হয়েছে অনেকগুলি চিতা।

২০২১ সালে কোভিডের দ্বিতীয় ঢেউ চলাকালীন নিরলস ভাবে কাজ করেছিলেন দানিশ। তারপরেই তিনি আফগানিস্তানে চলে যান। সেই সময়েই কাবুলের পতন ঘটে এবং তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে। সেই সময় দু’পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মারা যান ভারতের অন্যতম প্রথম সারির ফটোগ্রাফার এবং বিশ্ব বিখ্যাত সাংবাদিক দানিশ সিদ্দিকী।

২০১৮ সালেও পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ। রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা নিয়ে একটি ছবি তোলেন তিনি। সেই ছবির কারণেই ঐতিহ্যশালী এই পুরস্কার জিতেছিলেন তিনি। এছাড়াও চিনের বিরুদ্ধে হংকংয়ের প্রতিবাদ, তালিবান জঙ্গি সমস্যা-সহ নানা গুরুত্বপূর্ণ ঘটনার ছবি তুলেছেন তিনি।

২০২২ সালের পুলিৎজার পেয়েছেন দানিশ ছাড়াও তাঁর তিন সহকর্মী আদনান আবিদি, সানা ইরশাদ মাট্টো এবং অমিত দাভে। প্রসঙ্গত, দানিশের যে ছবিটি পুলিৎজার পেয়েছে, সেই ছবি নিয়ে বিতর্কও হয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ