দেশ 

কংগ্রেস রাফাল বিমান কেনার জন্য সরকারি সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে দায়িত্ব দিয়েছিল মোদী তা আম্বানিদের হাতে তুলে দিয়েছেন : কপিল সিব্বল

শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রাফালে নিয়ে বিতর্ক থামছে না । প্রতিদিনই এই ইস্যুতে মুখ খুলছেন ফের একবার কাঁদা ছোঁড়াছুড়ি শুরু হল। ফের প্রকাশ্যে একে অপরকে বিঁধলেন বিজেপি-কংগ্রেস নেতারা। রাফালে বিতর্কে গান্ধী পরিবার ও রবার্ট বঢরাকে টেনে এনেছিল বিজেপি। পাল্টা কংগ্রেস বিজেপিকে আক্রমণ শানাল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরুদ্ধে এবার তোপ দাগলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ও বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল । তিনি  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বলেন, আপনি কি আম্বানিদের প্রধানমন্ত্রী? কংগ্রেস হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে চুক্তি করে দিয়েছিল। তবে মোদী তা আম্বানিদের হাতে তুলে দিয়েছেন।

Advertisement

কংগ্রেস নেতা কপিল সিব্বল আরও বলেন, ২০১৫ সালের ২৮ মার্চ রিলায়েন্সকে ঢোকানো হয়। ২৫ মার্চ ড্যাসল্ট সংস্থা হ্যালের সঙ্গে চুক্তির কথা জানায়। ৮ এপ্রিল বিদেশ সচিবালয় জানায় সেইসময়ে ফ্রান্স সফররত নরেন্দ্র মোদী রাফালে নিয়ে কোনও আলোচনা করেননি। অথচ পরে প্রধানমন্ত্রী ৩৬টি রাফালে বিমান কেনার কথা ঘোষণা করে দেন। এই বিষয়ে মনোহর পার্রিকর, অরুণ জেটলি ও নির্মলা সীতারমন কেউ কিছু জানতেন না। মাত্র দুজন জানতেন। তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওল্যাঁদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, রাফালে চুক্তি নিয়ে নয়া বিতর্ক উসকে গত সপ্তাহে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওল্যাঁদ জানান, তাঁদের কাছে বিকল্প কাউকে বেছে নেওয়ার রাস্তা ছিল না। কারণ ভারত অফসেট পার্টনার হিসাবে ড্যাসল্টের সঙ্গে কাজ করার জন্য রিলায়েন্সের নাম প্রস্তাব করেছিল। ৫৮ হাজার কোটি টাকার এই চুক্তি অনুযায়ী ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান ভারত কিনবে। ১০ এপ্রিল ২০১৫ সালে ওল্যাঁদের সঙ্গে আলোচনার পর নরেন্দ্র মোদী তা ঘোষণা করেন। সেই বিতর্কই এখন মাথাচাড়া দিয়ে উঠেছে।


শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − four =