কলকাতা 

কৃতী ছাত্র-ছাত্রীদের জাকাত মিশনের স্কলারশিপ বিতরণ আমানতের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আমানত ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে ২৭শে মার্চ, রবিবার, দুপুর দুটো থেকে কৃতী ছাত্র-ছাত্রীদের আমানত যাকাত মিশনের স্কলারশিপ বিতরণ আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির সভাগৃহে । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এডু ফাস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ইয়াকুব আশরাফী, আল-হিরা পাবলিক স্কুলের প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ার, ডঃ সারফরাজ আদিল, আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান জনাব মুহাম্মাদ শাহ্‌ আলম ও সেক্রেটারি জনাব জালাল উদ্দিন আহমেদ, এমআইএস কো- অর্ডিনেটর আরিফ নাসরুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট কো- অর্ডিনেটর দেবরঞ্জন লাই ও ওয়ার্ড কো- অর্ডিনেটর রত্না হাজরা প্রমুখ।

পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির সভাগৃহে আয়োজিত সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব জালাল উদ্দিন আহমেদ সাহেব। রাদিউল্লাহ মণ্ডলের প্রারম্ভিক কুরআন পাঠের পর সভা সূচিত হয় । জালাল উদ্দিন আহমেদ সাহেব আমানত ফাউন্ডেশন ট্রাস্টের যাকাত মিশনের স্কলারশিপ বিতরণের উদ্দেশ্য, বিগত তিন দশকে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের কাজের খতিয়ান বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন । কোন পথে চললে আমরা পরকালে নাজাতের পথ পাব সেই পথে চলার কথা বলেন । প্রফেসর ইয়াকুব আশরাফী বলেন, জাকাত দেওয়ার সঠিক পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করেন । তিনি আরও বলেন ৯০ শতাংশ মুসলিমরা ঠিকমত যাকাত দেয় না । যদি সব মানুষ ঠিকভাবে যাকাত দেয় তাহলে অনেক গরীব মানুষ উপকৃত হয় । তিনি প্রত্যেককে আত্মসমালোচনা ও আত্মসংসোধন করতে বলেছেন । ইলম অর্জন করা প্রত্যেকের জন্মগত অধিকার । প্রত্যেকের বাড়িতে বইয়ের লাইব্রেরী থাকা দরকার । মোহাম্মদ আনোয়ার বলেন, যাকাত কাদের নেওয়া ফরজ সে ব্যাপারে ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন যাকাত প্রাপকরা পাওনাদারের মত তাদের পাওনা আদায় করতে পারে। আমানতে খেয়ানত করলে গুনাহ হয়। দেনে বালা হাত লেনে বালা হাত সে বেহেতার হয় । যে সব ছাত্ররা স্কলারশিপ পাচ্ছে তারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবার পর সমাজে গরীব মানুষদের এইভাবে সাহায্য করে। আরিফ নাসরুল্লাহ বলেন, ভবিষ্যতে তাদের যে কোন প্রয়োজনে বিশেষ করে পরবর্তীকালে পড়াশোনার ব্যাপারে তারা অফিসে এসে বা ফোনের মাধ্যমে পরামর্শ করতে পারে । ডঃ সারফরাজ আদিল বলেন, দুনিয়া হল আখেরাতের ক্ষেতি। সেইজন্য দুনিয়াতে আখেরাতের পুঁজি তৈরি করতে হবে । সামাজিক দায়িত্ব পালন করতে হবে। রসূল (সঃ) সুন্নত রাতে তাড়াতাড়ি শুয়ে, ভোরে তাড়াতাড়ি উঠে পড়ুন । এই একটা সুন্নত জিন্দা করলে শরীর সুস্থ থাকে । মুসলমানদের সুন্নতের পথে ছলতে হবে । মুসলমানদের ৫ টি স্তম্ভ সঠিকভাবে পালন করতে হবে । বিভিন্ন জেলা থেকে আগত কৃতী ছাত্র-ছাত্রীদের স্টেম ও জাকাত মিশনের স্কলারশিপ ও সার্টিফিকেট তুলে দেন উপস্থিত বিশিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫০ জন। সকলকে ধন্যবাদ জানিয়ে মুসলিম সমাজে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষালাভের অভিলাষের লক্ষ্যে এগিয়ে আসতে হবে সকলকেই, এই দায়বদ্ধতার বার্তা দিয়েই সভাটি পরিসমাপ্ত করেন মুহাম্মাদ শাহ্‌ আলম সাহেব।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ