কলকাতা 

সৈয়দ হামিদ ফাউন্ডেশন এবং আমানতের যৌথ উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার জাতীয় শিক্ষা সম্মেলন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সৈয়দ হামিদ ফাউন্ডেশন,নিউ দিল্লি এবং আমানত ফাউন্ডেশন ট্রাস্ট, কলকাতার যৌথ উদ্যোগে গত ২৭শে মার্চ, রবিবার, সকাল দশটা থেকে শিক্ষা বিষয়ে জাতীয় স্তরে একটি কনফারেন্স -এর আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির সভাগৃহে। মূল আলোচ্য বিষয় ছিল ‘গুনমানসম্পন্ন শিক্ষা তথা শিক্ষার মান উন্নয়নে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার গুরুত্ব’। এছাড়াও আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে তাজ এবং জাকির সৈয়দ ফ্যামিলি চ্যারিটেবিল ফাউন্ডেশনের সহায়তায় স্কলারশিপ বিতরণ করা হয় ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ হামিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আমানুল্লাহ খান সাহেব, বিশেষ অতিথি হিসাবে ছিলেন প্রাক্তন সাংসদ তথা দৈনিক পূবের কলম এর সম্পাদক জনাব আহমেদ হাসান ইমরান। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা খুরশিদ আলম নাদবী, অল ইন্ডিয়া এডুকেশন মুভমেন্টের ভিপি তারিখ আজম, কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আমিরুল ইসলাম, শিশু বিকাশ একাডেমীর সম্পাদক আবুল কাশেম, জিডি মনিটরিংয়ের চেয়ারম্যান ও রিটায়ার আইএএস নুরুল হক, বেহালা অ্যাসোসিয়েশন সোসিও ইকোনোমি ও এডুকেশন ডেভলপমেন্ট-এর পক্ষে উমেনুন খান, আল-হিরা পাবলিক স্কুলের প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ার, কেএমসির জয়েন্ট কমিশনার তথা আইপিএস মেহবুব রহমান, বিশিষ্ট শিক্ষক নায়িমুল হক, এডু ফাস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ইয়াকুব আশরাফী, বিশিষ্ট সমাজসেবী মোঃ গোলাম মুহাম্মাদ, আমানত আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান জনাব মুহাম্মাদ শাহ্‌ আলম ও সেক্রেটারি জনাব জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।

Advertisement

মাওলানা খুরশিদ আলম নাদবী সাহেবের প্রারম্ভিক কুরআন পাঠের পর সভা সূচিত হয় । সৈয়দ হামিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আমানুল্লাহ খান সাহেব তার বক্তব্যের মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করেন। যুব সমাজকে চাকরি সন্ধানী যাওয়ার সাথে সাথে চাকরির সুযোগ তৈরি করতে হবে, যাতে সমাজ একটা নিদর্শন তৈরি করা যেতে পারে।

পুবের কলম এর সম্পাদক ও সাবেক সাংসদ আহমেদ হাসান ইমরান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন আমাদের ছাত্র-ছাত্রীরাই পারে ইতিহাস সৃষ্টি করতে। ইমরান সাহেব জনাব আমানুল্লাহ খান কলকাতাসহ ভারত জুড়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন সে সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, আমান সাহেব নিজেই একটি মুভমেন্ট বা আন্দোলনের নাম । বাংলার মুসলিম পড়ুয়ারা শিক্ষায় এগিয়ে এসেছে। বহু মিশন স্কুল গড়ে উঠেছে শুধুমাত্র একটি মিশন স্কুল থেকে প্রতিবছর চারশোর বেশি ছাত্র-ছাত্রী ডাক্তারিতে সুযোগ পাচ্ছে । রাজ্যে ৬১৪টি মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রী বিশেষ করে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। শুধু পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভ নয়, পড়ুয়াদের উচ্চ শিক্ষিত হওয়ার পর সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। শিক্ষার উন্নয়নে দেশের সার্বিক উন্নয়ন আনতে পারে।

মালয়েশিয়ার প্রবাসী তারিখ ই আজম কি করে শিক্ষার মানকে আরও উন্নত করতে হবে সেই সম্বন্ধে বেশকিছু পরামর্শও প্রদান করেন । সাবেক আইএএস নুরুল হক শুধু ছাত্রদের নয়, শিক্ষকদেরও মান উন্নয়নে পরামর্শ দেন । তিনি গাইড বুক ছেড়ে টেক্সট বুক নিয়ে অনুশীলন করার উপর জোর দেন । উমেনুন খান বলেন, কোরআন হল জ্ঞানের ভাণ্ডার তাই সেটা ভালো করে পড়তে হবে । ইসলামে ইমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও রমজান মাসের আমাদের কি করা উচিত সে বিষয়ে ব্যাখ্যা করেন । মোহাম্মদ আনোয়ার বলেন, প্রত্যেক বান্দাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে তুমি মানুষের কল্যাণে কি কাজ করেছ। জাকাত ঠিকভাবে প্রদান করার কথা বলেন । নায়িমুল হক বলেন, শিক্ষার মান সর্বত্র খুব খারাপ সেটার উন্নয়ন করতে হবে। কোরআন হাদিসের পাশাপাশি গণিত, ইংরাজি ও সাহিত্য বিষয় সঠিকভাবে পড়তে হবে । প্রফেসর ইয়াকুব আশরাফী বলেন, শিক্ষা হল সকল জাতির মেরুদণ্ড । প্রত্যেক মা বাবার উচিৎ সন্তানদের সঠিক তালিম দেওয়া । তিনি আরও বলেন ‘Each one teaches one’. প্রত্যেক মুসলমান অন্যান্য জাতির তুলনায় কম বই পড়ে । বাড়িতে বইয়ের লাইব্রেরী করতে হবে। আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মাদ শাহ আলম সাহেব বলেন, বহু পড়ুয়াকে আমানত ফাউন্ডেশন স্কলারশিপ প্রদানের মাধ্যমে সহায়তা করে যাচ্ছে, আগামী দিনেও করবে। এছাড়া বক্তব্য রাখেন মুন্সি আবুল কাশেম, আমিরুল ইসলাম, মেহবুব রহমান সাহেব ।

বিভিন্ন জেলা থেকে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্টসহ সাধারণ কোর্সের কৃতী ছাত্র-ছাত্রীদের স্টেম ও জাকাত মিশনের স্কলারশিপ ও সার্টিফিকেট তুলে দেন উপস্থিত বিশিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২০ জন। পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির সভাগৃহে আয়োজিত সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মুহাম্মাদ শাহ্‌ আলম সাহেব। সকলকে ধন্যবাদ এবং নিজের পরামর্শ দেওয়ার অনুরোধ করে সভা সমাপ্ত করেন। শিক্ষাব্রতী হামিদ সাহেবের প্রদর্শিত পথে মুসলিম সমাজে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের অভিলাষের লক্ষ্যে এগিয়ে আসতে হবে সকলকেই, এই দায়বদ্ধতার বার্তা দিয়েই সভাটি পরিসমাপ্ত হয়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ