কলকাতা 

Suvendu Adhikari: আগামী মাস থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জেড প্লাস নিরাপত্তা দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তার বলয় আরও কঠোর হচ্ছে ।  স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)সূত্রে খবর, আগামী মাস থেকে জেড প্লাস (Z plus) ক্যাটেগরির সুরক্ষা পাবেন শুভেন্দু অধিকারী। এতদিন তিনি পেতেন জেড ক্যাটেগরির নিরাপত্তা। সম্প্রতি নানা জায়গায় শুভেন্দুকে বিক্ষোভের মুখ পড়তে হচ্ছে , ফলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে । তিনি সাংসদ থাকাকালীন সময়ে জেড ক্যাটাগোরি নিরাপত্তা পেতেন । এবার থেকে তিনি জেড প্লাস নিরাপত্তা পাবেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে । সব ঠিক থাকলে এপ্রিলের ১০ তারিখ থেকে জেড প্লাস নিরাপত্তা পাবেন রাজ্যের বিরোধী দলনেতা।

সাম্প্রতিককালে দেখা গিয়েছে, যে কোনও কর্মসূচিতে যাওয়ার পথে প্রায়শয়ই জনতার বাধার মুখে পড়ছেন শুভেন্দু অধিকারী। সে নিজের এলাকাই হোক কিংবা কলকাতায় – বারবার তাঁর উপর হামলার অভিযোগ ওঠে। এই গত মাসেই পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে শহিদদের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে যাওয়ার পথে হাজরা মোড়ে তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়।

Advertisement

এছাড়া পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গাতেও মাঝেমধ্যেই এভাবে জনতার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে নন্দীগ্রামের বিধায়ককে।  এমন ধারাবাহিক ঘটনা নজরে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রকেরও। সেই কারণেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ