দেশ 

UGC : কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে আমূল পরিবর্তন করতে চলেছে ইউজিসি, কী কী পরিবর্তন আসছে জানতে চান ? ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্র সরকার কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে ব্যাপক পরিবর্তন করতে চলেছে বলে সূত্রের খবর। গত বৃহস্পতিবার ইউজিসি চেয়ারপার্সন জগদেশ কুমার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে অধ্যাপক নিয়োগের জন্য কর্মরত বা কর্মক্ষেত্রে সফল ব্যক্তিদের গুরুত্ব দেয়া হবে।

সূত্র মারফৎ খবর, শিল্পক্ষেত্রের পেশাদার, বিশেষজ্ঞদের অধ্যাপক হিসাবে নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাত্ এবার পিএইচডি ছাড়াও, কেবলমাত্র পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতেও নিয়োগ করার বিষয়ে ভাবছে নরেন্দ্র মোদি সরকার।

Advertisement

ভারতে এই রীতি নতুন হলেও ইউরোপ, আমেরিকার নাম করা বিশ্ববিদ্যালয়গুলিতে এই রীতি মেনে অধ্যাপক নিয়োগ হয়ে থাকে। সেখানে পেশাদার অভিজ্ঞতার ভিত্তিতে অধ্যাপক নিয়োগ করা হয়। এতে যে সুফল পাওয়া যায়, তা হল পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তব জগতের অভিজ্ঞতাও পান পড়ুয়ারা।

কেন্দ্রীয় সরকার চাইছে, অধ্যাপক হতে পিএইচডি মানদণ্ড হবে না। কারণ থিওরি ও প্র্যাকটিকাল কাজের অভিজ্ঞতার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সেই অভিজ্ঞতাই ওই অধ্যাপকরা পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে সফল হবেন।

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এই বিষয়টি ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইউজিসি বর্তমান নিয়ম সংশোধন করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ