জেলা 

সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হুগলির পিয়াসাড়ায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সৈয়দ জিয়াজুর রহমান সাহেব ও বাইতুল ইকরা লাইব্রেরীর কর্ণধার কাজী মইদুল ইসলাম সাহেবের এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য ট্রাই সাইকেল,ট্রলি ভ্যান বিতরণ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ডাক্তারি পরিষেবা বিনামূল্যে ঔষধ এবং সকলকেই প্রায় তিন হাজার মানুষকে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা।

স্থান আয়মাপাহাড়পুর পিয়াসাড়ার আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাব মাঠে ।  উপস্থিত ছিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী সাহেব, আরামবাগের সাংসদ অপরুপা পদ্দার মহাশয়া, মাননীয় উত্তম কুন্ডু মহাশয় (আই এন টি টি সি ইউ এর আরামবাগ জেলা সাংগঠনিক নেতৃত্ব এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান তারকেশ্বর), মাননীয় জনাব সাকির সাহেব (প্রাক্তন ভাইস চেয়ারম্যান রিষড়া পৌরসভার), ফেরদৌসী পারভীন (সভাপতি, তারকেশ্বর পঞ্চায়েত সমিতি),অশোক হাজরা (সদস্য হুগলি জেলা পরিষদ), রুপা সরকার (কাউন্সিলর তারকেশ্বর পৌরসভা), আবরার সাঈদী (বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের হুগলি জেলা সভাপতি), হাসান আলী চৌধুরী (কাউন্সিলর আরামবাগ) বনভূমি কর্মাধ্যক্ষ পূর্ণিমা পণ্ডিত মহাশয়া।

Advertisement

সঞ্চালনায় মুফতি গিয়াস উদ্দিন আহমেদ এবং সৈয়দ এহতেশাম মামুন।প্রায় বারো শো পুরুষ ও মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় 100 জনকে টলি ব্যাগ এবং প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হয়


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ