কলকাতা 

Cabinet Reshuffle: মমতার মন্ত্রিসভায় রদবদল আসন্ন ! গুরুত্ব বাড়ার সম্ভাবনা ফিরহাদ – অরূপ – পার্থের ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রিসভা গঠন করেছেন সেই মন্ত্রিসভার কাজকর্ম নিয়ে খুব শীঘ্রই আলোচনা করা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যে প্রতিটি দপ্তর ধরে সেই  সব মন্ত্রীদের কাজকর্ম মূল্যায়ন করা হচ্ছে বা হয়েছে বলে জানা গেছে । যে কয়েকজন মন্ত্রী কাজকর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট তাদের দপ্তর বদল হতে পারে কিংবা তার মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বলেন বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে।

তবে এসবই হচ্ছে প্রশাসনিক মহলের জল্পনা বলে শোনা যাচ্ছে। শেষ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ঠিকই আগামী বছর পঞ্চায়েত নির্বাচন সেদিকে তাকিয়ে দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েকজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন করতে হবে। জানা গেছে তৃতীয়বার মন্ত্রিসভা গঠনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে বেশ কয়েক জন বিধায়ক মন্ত্রী হয়েছেন যাঁরা আইপাকের সুপারিশে তাদের কাজকর্ম মূল্যায়ন করা হচ্ছে । এই রকম কয়েক জন মন্ত্রীর দপ্তর বদল হতে পারে বলে শোনা যাচ্ছে।

Advertisement

তবে সূত্রের খবর, রাজ্যের বেশ কয়েকজন বর্ষীয়ান মন্ত্রীকে গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হতে পারে। যে মন্ত্রীদের নাম নিয়ে জল্পনা চলছে, তাঁরা ২০১১ সালের প্রথম থেকেই মমতার মন্ত্রিসভায় ছিলেন। তৃতীয়বার তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর তাঁদের অনেকে তুলনায় ‘কম গুরুত্বপূর্ণ’ দফতরের দায়িত্ব পেয়েছিলেন।

ওই জল্পনা শুরু হয়েছে কয়েকজন প্রবীণ এবং বর্ষীয়ান মন্ত্রীর নিজেদের দফতরে ‘অতি তৎপরতা’-র কারণে। প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য, দফতর বদল হতে পারে, এমন ইঙ্গিত পেয়েই ওই মন্ত্রীরা দ্রুত দফতরের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন ছোট আকারে মন্ত্রীদের দফতর বদল করেছিলেন মমতা। তার আগে ৪ নভেম্বর প্রয়াত হন প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর হাতে থাকা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে। শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে ওই দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছিল। সঙ্গে ওই দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহাকেও রেখে দেওয়া হয়েছিল। আবার ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁর দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াকে। ওই দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে। মানিকতলার বিধায়ক সাধন অসুস্থ থাকায় তাঁকে দফতরবিহীন মন্ত্রী করে রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁর প্রয়াণে মন্ত্রিসভায় একটি দফতর ফাঁকা হয়েছে। সেই দফতরে মুখ্যমন্ত্রী নতুন কোনও মন্ত্রী নেবেন কি না বা পুরোন কোনও মন্ত্রীর দফতর বদল করবেন কি না, জল্পনা তা নিয়েই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ