জেলা 

ISF : পুলিশি নির্যাতনের শিকার দক্ষিণ দিনাজপুরের স্নাতক পাঠরতা রুমা ওঁরাও-এর সঙ্গে সাক্ষাৎ করার পর বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি এই রাজ্যে প্রান্তিক শ্রেণির মানুষ বিশেষত সংখ্যালঘু মুসলমান ও আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পুলিশি নির্যাতনের ক্রমাগত শিকার হচ্ছে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত মদনাহার গ্রামে পুলিশি নির্যাতনের শিকার রুমা ওঁরাও-এর সঙ্গে আজ সাক্ষাৎ করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। উল্লেখ্য, আবগারী দপ্তরের আধিকারিকদের হাতে সম্প্রতি রুমা ওঁরাও সহ পাঁচজন ভীষণভাবে নিগৃহীত হন। রুমা ওঁরাওকে পুলিশ মিথ্যা অজুহাতে পেটায়। তিনি স্থানীয় কলেজে গ্রাজুয়েশন প্রথম বর্ষে পাঠরতা। তাঁর আঘাত এতটাই গুরুতর যে সামনে তাঁর প্রথম সেমেস্টারের পরীক্ষাতেও তিনি বসতে পারবেন না।

হাসপাতালেও চিকিৎসা করতে গিয়ে তাঁরা জাতিবিদ্বেমূলক কথাবার্তার শিকার হন বলে অভিযোগ। জানা গেছে, তাঁদের জমানো প্রায় ১৫ হাজার টাকাও অভিযুক্তরা হাতিয়ে নিয়েছে। পরে ১০ হাজার টাকার বিনিময়ে এই অত্যাচারের ঘটনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালায়। কেবলমাত্র একটি এফআইআর করা গেছে থানায়। কিন্তু এখনও অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বিধায়ক নওশাদ সিদ্দিকী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, এই রাজ্যে আইনের শাসন বোধহয় আর নেই। ক্রমাগত প্রান্তিক শ্রেণির মানুষ বিশেষত সংখ্যালঘু মুসলমান ও আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পুলিশি নির্যাতনের শিকার হচ্ছেন।

Advertisement

এ বিষয়ে নির্যাতিতা কলেজ পড়ুয়া আদিবাসী ছাত্রীর বক্তব্য শুনুন :

 

তিনি আরো বলেছেন, আইএসএফ পরিবারটির পাশে আছে ও সমস্তরকম আইনি সহায়তা দেবারও আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন আদিবাসী নেতা, আইএসএফের রাজ্য সহঃ সম্পাদক লক্ষিকান্ত হাঁসদা, মালদা জেলার আইএসএফ রাজ্য নেতৃত্ব আলি কারিমুল্লাহ, স্থানীয় আইএসএফ নেতৃত্ববর্গ।

আই এস এফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী দক্ষিণ দিনাজপুরের আদিবাসী কলেজ পড়ুয়ার ওপর পুলিশী নির্যাতন নিয়ে কি বললেন শুনুন :

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ