জেলা 

TMC : কল্যাণের বিরুদ্ধে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পোস্টার পড়লো, চাঞ্চল্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষে পার্থ চট্টোপাধ্যায় যতই হুঁশিয়ারি দিক না কেন তৃণমূল কর্মীদের কাছে তা যে কিছুই নয় তা আর একবার স্পষ্ট হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম কল্যান বন্দ্যোপাধ্যায়ের লড়াই শেষ পর্যন্ত কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় কয়েক দিন আগে কল্যান বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো পর এবার কল্যান বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কল্যাণের বিরুদ্ধে পোস্টার পড়লো।

ডায়মন্ড হারবার মডেল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। সরাসরি আক্রমণ না করা হলেও কল্যাণের (Kalyan Banerjee) সঙ্গে টুইটে যুদ্ধ চলছিল তৃণমূল নেতাদের। যদিও দলনেত্রীর নির্দেশে সংযমের পথে হেঁটেছেন দলের নেতারা। এসবের মাঝেই সোমবার হুগলির বিভিন্ন এলাকায় দেখা গেল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক পোস্টার।

Advertisement

কোনও পোস্টারে লেখা, “দিদি তুমি বিচার কর, দাদা তুমি বিচার কর। মানুষ চায় বিচার হোক, এই পাপের মুক্তি দাও।” আবার কোনও পোস্টারে লেখা রয়েছে, “আর নয় কল্যাণ, অ-কল্যাণের মুক্তি চাই। সুস্থ শহর, পরিচ্ছন্ন মানুষ চাই। নেশাখোর- তোলাবাজ- চরিত্রহীন আর নয়, আর নয়।”

এই পোস্টারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্ল্য ছড়ায় শ্রীরামপুরের বিভিন্ন এলাকায়। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূলের একাংশের দাবি, এই পোস্টারের নেপথ্যে বিজেপি (BJP)। পরিকল্পনামাফিক গেরুয়া শিবিরের নেতা-কর্মীরাই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে বিজেপি নেতারা পালটা কাঠগড়ায় তুলেছে তৃণমূলকেই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ