কলকাতা 

সরকারি হাসপাতালে ওষুধ ছাটাইয়ের বিরুদ্ধে সার্ভিস ডক্টরস ফোরামের প্রতিবাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সমস্ত মানুষের জন‍্য বিনামূল্যে চিকিৎসা সুনিশ্চিত করতে, সরকারি হাসপাতাল থেকে ওষুধ ছাটাই করা চলবে না বলে দাবি জানালো চিকিৎসকদের সংগঠন   সার্ভিস ডক্টরস ফোরাম। ফোরামের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও অধ্যাপক ডা. প্রদীপ ব্যানার্জি ও সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস এক যৌথ বিবৃতিতে নিম্নলিখিত দাবিগুলি সরকারের কাছে করেছেন। এই দাবিগুলো হলো :

১) পূর্বে যেখানে ৬৪৪ টি অত‍্যাবশ‍্যকীয় ওষুধ সরকারি হাসপাতালে সরবরাহ করার কথা ছিল। তখনও আমরা দেখেছি বেশিরভাগ সময়েই অনেক ওষুধ পাওয়া যেতো না। procurement and distribution এর ভ্রান্ত ও দুর্নীতি পূর্ণ নীতির ফলেই, তা পাওয়া যেতো না । যে কারণে গত তিন মাস ধরে সাব সেন্টার থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রাজ‍্যের সমস্ত স্তরের হাসপাতালেই কেবলমাত্র অত‍্যাবশ‍্যকীয় ওষুধ নয়, জরুরি ওষুধ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই তালিকায় অষুধ আরো কমানোর ফলে ভবিষ্যতে কি হবে বোঝাই যাচ্ছে।

Advertisement

২) চিকিৎসার প্রয়োজনেই বিভিন্ন মাত্রার ওষুধ লাগে। তাকে অস্বীকার করা মানে মেডিকেল সায়েন্সকেই অস্বীকার করা। কারণ নানা রকম পরিস্থিতিতে বিভিন্ন মাত্রায় ওষুধের ডোজ নির্ধারণ করা দরকার হয়। একটি মাত্রার ওষুধ থাকলে চিকিৎসক ও রোগী উভয়ের ক্ষেত্রেই তা সমস্যা তৈরি করবে।

৩) ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কেবল একটি ওষুধে অনেক সময় কাজ হয় না। সে ক্ষেত্রে অন্য রকম ভাবে কাজ করে -এমন ওষুধ দিতে হয়।তাই ওষুধের সংখ্যা কমিয়ে দিলে এই ধরনের রোগীরা বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হবেন।

৪) মধ‍্যম স্তরের হাসপাতালে এইভাবে চিকিৎসার সুযোগ কমাতে থাকলে আখেরে মেডিকেল কলেজের উপর চাপ আরো বাড়বে।

উপরন্তু স্বাস্থ্য অধিকর্তা স্বীকার করেছেন মধ‍্যম স্তরে বহু চিকিৎসার পরিকাঠামো নেই, ফলে এই স্তরে সমস্ত ওষুধ ব‍্যাবহার করা যাবে না। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবাকে যেভাবে ফুলিয়ে ফাপিয়ে দেখানো হয়েছে এ কথায় কার্যত তার ফানুসটা ফেটে গেল। ওষুধ ছাটাইয়ের ফলে এই স্তর থেকে রেফার আরো বাড়বে। মেডিকেল কলেজের ভঙ্গুর ও অপর্যাপ্ত পরিকাঠামো সে চাপ সহ‍্য করতে পারবে তো?

৫)) জরুরি পরিষেবা পাওয়ার অধিকার সমস্ত মানুষেরই আছে। ওষুধ ছাটাইয়ের ফলে মানুষ বহু ক্ষেত্রে জরুরি পরিষেবা থেকেও বঞ্চিত হবে। মানুষের জীবন সংশয় ঘটবে।

তাই আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে ওষুধ ছাটাইয়ের মত এরকম একটি জনবিরোধী সিদ্ধান্ত থেকে রাজ‍্য সরকারকে বিরত থাকার জন‍্য অনুরোধ জানাচ্ছি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ