কলকাতা 

Bengal Weather Update : পশ্চিমী ঝঞ্ঝার জেরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা, বাংলা থেকে কার্যত শীত বিদায়ের পথে!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলা থেকে কার্যত শীত বিদায়ের পথে।গতকাল মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রাও বেড়েছে। সেই সঙ্গে মঙ্গলবার বিকেল থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হয়েছে বৃষ্টি। কলকাতাতেও সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারেও রাজ্যের বেশির ভাগ জেলায় বৃষ্টি হচ্ছে।

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে সাড়ে ১৭ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল থেকেই মহানগরীর আকাশ রয়েছে মেঘলা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার উত্তরবঙ্গ এবং সিকিমের দু’-একটি জায়গায় শিলাবৃষ্টি হতে পারে।

Advertisement

আবহবিদেরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারত থেকে বয়ে আসা একটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। তার ফলে বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। মুখ লুকিয়েছে শীত। তার জায়গা নিয়েছে মেঘলা আকাশ এবং বৃষ্টি। বাংলায় সাধারণত পৌষ পার্বণ বা গঙ্গাসাগর মেলা পর্যন্ত শীত খুব ভালোভাবে থাকে। কিন্তু এ বছর দেখা গেল প্রথমের দিকে প্রচন্ড ঠান্ডা পড়লেও শেষের দিকে হঠাৎ শীত উধাও। মনে করা হচ্ছে এ বছরের মতো শীত মোটামুটি বিদায়। কারণ এরপর মেঘ কেটে গেলেও শীত পড়ার সম্ভাবনা কম থাকবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ