দেশ 

Bulli Bai & Sulli deals App : বুল্লী অ্যাপ নির্মাতার পর এবার মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার হলেন ‘সুল্লি ডিলস’ অ্যাপের নির্মাতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অ্যাপ তৈরি করে মুসলিম মহিলাদের ছবি আপলোড করে নিলামে তোলার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বুল্লী বাই অ্যাপপের নির্মাতা ২১ বছরের  নীরজ বিষ্ণোই। এবার  একই অভিযোগে দিল্লি পুলিশ গ্রেপ্তার করল ‘সুল্লি ডিলস’ (Sulli Deals) অ্যাপ নির্মাতা অমকরেশ্বর ঠাকুরকে। প্রসঙ্গত বলা যেতে পারে, বেশ কয়েক মাস আগে সুল্লি ডিলস নামে একটি অ্যাপ তৈরি করে মুসলিম মেয়েদেরকে বিক্রি করার ছক কষেছিল একটি গোষ্ঠী । তা নিয়ে সেই সময় কিছু মানুষ সরব হন । ফলে এই অ্যাপকে ব্লক করে দেওয়া হয় । তবে কারও বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ । সম্প্রতি বুল্লী বাই অ্যাপ সামনে আসারেএর আগের কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে সংবাদ মাধ্যমে সমালোচনা হয় । আর এই সমালোচনার নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । সেবার দিল্লি পুলিশ অীবযোগ পেয়েও নীরব ছিল বলে অভিযোগ । তাই এই ইস্যুতে দিল্লি পুলিশ নড়েচড়ে বসে ।

শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে  সুল্লি অ্যাপের নির্মাতা অমকরেশ্বরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বুল্লি বাইয়ের মতোই সুল্লি ডিলস অ্যাপটির বিরুদ্ধেও মুসলিম মহিলাদের হেনস্তা করার অভিযোগ রয়েছে। এক্ষেত্রেও অনলাইনে মুসলিম মহিলার ছবি আপলোড করে তাঁদের নিলামে তোলা হত।

Advertisement

এদিন দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ মধ্যপ্রদেশের ইন্দোর থেকে সুল্লি ডিলসের নির্মাতা অমকরেশ্বরকে গ্রেপ্তার করেছে। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সুল্লি ডিলসের অন্যতম মূলচক্রী এই অমকরেশ্বর ঠাকুর, যাকে এদিন ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ২৬-এর অমকরেশ্বর রীতিমতো মেধাবী ছাত্র ছিল। সে ইন্দোরের আইপিএস (IPS) অ্যাকাডেমি থেকে বিসিএ (BCA) ডিগ্রি সম্পূর্ণ করে। বর্তমানে আইনত নিউইয়র্ক সিটি টাউনশিপের বাসিন্দা। সে-ই GitHub নামের একটি অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে সুল্লি ডিলস অ্যাপটি চালাত।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ