কলকাতা 

ভয়াবহ আগুনে ভেঙে যেতে পারে বাগরি মার্কেট, আশংকা স্থানীয়দের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিবেদক : বাগরি মার্কেটের ভয়াবহতায় বিপন্ন হতে বাগরি মার্কেটের বিল্ডিংটা । একতলা থেকে ৫ তলা সর্বত্রই আগুন ছড়িয়ে পড়েছে। ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা। যেকোন সময় এই বহুতলটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় মানুষদের বক্তব্য, এই বিল্ডিংয়ের ভিতর বহু ওষুধের দোকান ও রাসায়নিক দ্রব্যের দোকান রয়েছে। তার সংস্পর্শে এসে আগুন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই, কয়েক কোটি টাকার লোকসান হয়েছে ব্যবসায়ীদের। আরও ক্ষয়ক্ষতির আশঙ্কায় চিন্তায় রয়েছেন তাঁরা। স্থানীয়দের আশঙ্কা, আগুনের লেলিহান শিখায় যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে ওই বিল্ডিং।

Advertisement

আগুনের তীব্রতা ক্রমশই বাড়ছে। এছাড়া এই আগুন পার্শ্ববর্তী অন্য বিল্ডিং গুলিতেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও দমকলকর্মীরা ও পুলিশ বাহিনী প্রাণপণে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। মই বেয়ে দোতলায় উঠে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight − 2 =