কলকাতা 

বাগরি মার্কেট অগ্নিকান্ডের জেরে পুজোর মুখে কয়েক কোটি টাকার ক্ষতি ব্যবসায়ীদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : বড়বাজারের বাগরি মার্কেটে রাত পৌনে তিনটে নাগাদ ভয়াবহ আগুন লাগে। দমকলের ৩০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত ঠিক কী কারণে আগুন লেগেছে তা বোঝা যাচ্ছে না। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টশার্কিট থেকে আগুন লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুনের জেরে ভেঙে পড়ছে বিল্ডিংয়ের চাঙড়, বাড়ির একাধিক কাচ। মাঝে মাঝে মার্কেটের ভিতর থেকে বিকট শব্দও শোনা যাচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, পুজোর মুখে এ ধরনের আগুনে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে তাঁরা।

Advertisement

ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন, “আমরা রাত তিনটে নাগাদ দুর্ঘটনার খবর পাই। এসে দেখি ভয়াবহ আগুনে চারদিক জ্বলছে। সামনে পুজো। যত জিনিসপত্র তোলা হয়েছিল তার বেশিরভাগ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কোটি টাকার ক্ষতি হল। যাতে বাকি জিনিসপত্র পুড়ে না যায় তাই সেগুলো অন্য জায়গায় সরানো হচ্ছে। সব জিনিস গোডাউনে নিয়ে যাচ্ছি। প্রায় কয়েক কোটির ধাক্কা। সরকার একটু সাহায্য করলে ভালো হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 + twelve =