দেশ 

পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর শাসক দলের হামলার ঘটনায় নজরদারি করবে কেন্দ্রীয় নেতৃত্ব

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : দেশের প্রধানত দু’টি রাজ্যে বিজেপি কর্মীরা হিংসার শিকার হচ্ছেন বলে বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে । এই দুটি রাজ্য হল – একটি হচ্ছে দক্ষিণ ভারতের  কেরল এবং অপরটি হচ্ছে পশ্চিমবঙ্গ।

দলীয় কর্মীদের উপর ক্রমাগত হামলা নিয়ে বিস্তারিত  আলোচনা হয়েছে বিজেপির জাতীয় কার্য নির্বাহী কমিটির বৈঠকে। আলোচনায় সব থেকে থ বেশি গুরুত্ব পেয়েছে পশ্চিমবঙ্গ । জানা গেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের বিজেপি কর্মীদের কী ধরনের নির্মম অত্যাচার হচ্ছে তার বিবরণ দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানতে চান এরপর সংগঠন বাড়াতে গেলে আরও ত্যাগ করতে হবে । দিলীপ ঘোষের ভাষায় এই রাজ্যের ২৫০জন বিস্তারক নাকি ঘরছাড়া ! তা সত্ত্বে তারা দলের জন্য কাজ করে চলেছে । তিনি কেন্দ্রীয় নেতৃত্বে অভিযোগ করেন, কর্মীদের উপর পুলিশের কেস দিন দিন বাড়ছে । এই অবস্থায় কেন্দ্রীয় নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে । তবে রাজ্য নেতৃত্বের কথা শুনে দলের সভাপতি পশ্চিমবঙ্গের দায়িত্ব নিজের হাতে নিতে চেয়েছেন । জানা গেছে, অমিত শাহ বলেছেন বিজেপি কর্মীরা দলের সম্পদ । তাদের উপর এই হামলা আমার বরদাস্ত করব না ।

Advertisement

উল্লেখ্য চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে হয়ে গিয়েছে দুই দিনের বিজেপি কার্য নির্বাহী কমিটির বৈঠক। সারা দেশের সকল রাজ্যের প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানেই অনেক নেতারা কেরল এবং বাংলার বিজেপি কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − seven =