দেশ 

বিজয় মালিয়া ইস্যুতে জেটলি যা বলছেন তা সর্বৈব মিথ্যা , সবকিছু জেনে, বৈঠক ও পরামর্শ করেই বিজয় মালিয়াকে দেশ ছাড়তে বলা হয় , সত্য প্রকাশের পর অর্থ মন্ত্রীর নৈতিকতার কারণে পদত্যাগ করা উচিত : রাহুল গান্ধী

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা পিএল পুনিয়াকে সামনে রেখে বিজয়-মালিয়ার মধ্যে সংসদে বৈঠককে প্রমাণ করার চেষ্টা করেন রাহুল গান্ধী। পুনিয়া স্পষ্ট জানান, ২০১৬ সালে ১ মার্চ তিনি সংসদের ভিতরে দুজনকে ১৫-২০ মিনিট কথা বলতে দেখেন। তার ২দিনের মধ্যে মালিয়ার দেশ ছাড়ার কথা সারা দেশ জানতে পারে। অথচ জেটলি তা অস্বীকার করছেন। তাই গোটা বিষয়তেই মিথ্যার জাল বুনছে কেন্দ্র, তা সাংবাদিক সম্মেলন তা তুলে ধরল  কংগ্রেস।
একজন ঋণখেলাপির সঙ্গে দেখা হওয়ার পরও কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কাউকে জানালেন না? সংসদে দাঁড়িয়ে  ঋণ খেলাপির দায়ে মালিয়া কে জেটলি  কেন তিনি পুলিশকে বলে তাকে গ্রেফতার করালেন না? যার মানে এটাই হয়ে যে, কোনও গোপন সমঝোতা হয়ে গিয়েছিল। তাই অবিলম্বে জেটলির এই বিষয়ে সত্যি কথা বলে পদত্যাগ করা উচিত। এমনটাই দাবি করেছে কংগ্রেস।

উল্লেখ্য কয়েকদিন আগে বিজয় মালিয়া লন্ডনে ওয়েস্ট মিনস্টার আদালতের বাইরে বলেছেন, দেশ ছাড়ার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করে বলেছিলেন , টাকা তিনি ফেরত দেবেন। তার আগে মীমাংসা করতে চান। আর এনিয়ে প বুধবার বিবৃতি দিয়ে অরুণ জেটলি দাবি করেন, বিজয় মালিয়াকে কোনও অ্যাপয়েন্টমেন্ট তিনি দেননি। সংসদে দুই বছর আগে একবার পিছন থেকে ছুটে এসে মালিয়া তাঁকে কিছু বলার চেষ্টা করেন। তবে তিনি তাতে কর্ণপাত করেননি। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তারপর দুদিন পরে ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত মালিয়া দেশ ছেড়ে চলে যান।

Advertisement

এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। স্পষ্ট দাবি করলেন, বিজয় মালিয়া ইস্যুতে জেটলি যা বলছেন তা সর্বৈব মিথ্যা। সবকিছু জেনে, বৈঠক ও তার পরে পরামর্শ করেই বিজয় মালিয়াকে দেশ ছাড়তে বলে


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen + 15 =