কলকাতা 

KMC Polls 2021: বেলেঘাটা, শিয়ালদহে বুথের সামনে বোমাবাজির অভিযোগ বিরোধীদের, আহত এক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুরসভার নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হলেও কয়েকটি এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে । কলকাতা পুরসভার ৩৬ নং ওয়ার্ড থেকে বোমাবাজির খবর পাওয়া গেছে । ওই ওয়ার্ডের খন্না হাই স্কুলের সামনে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। আরও অভিযোগ, বেলেঘাটার পাশাপাশি শিয়ালদহেও হয়েছে বোমাবাজি। সেখানকার টাকি স্কুলের সামনে দু’টি বোমা পড়েছে। এর জেরে আহত হয়েছেন এক জন। তাঁর পায়ে আঘাত লেগেছে।

৩৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রবিকান্ত সিংহ এই বোমাবাজির জন্য আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। তিনি বলেছেন, ‘‘কাল থেকেই বহিরাগতরা ঢুকে বসে রয়েছে। আমি পুলিশকে লিখিত অভিযোগ করেছিলাম। সকাল থেকে বুথের সামনে ঘুরছে তাঁরা। বোমার দাগ এখনও রয়েছে।’’ অভিযোগ করার পরও পুলিশ ব্যবস্থা নেই বলে অভিযোগ তাঁর। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

টাকি স্কুলের সামনে বোমার আঘাতে আহত হয়েছেন এক জন। পায়ে আঘাত লেগেছে বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুই জায়গাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ