কলকাতা 

ফিরহাদদের মত বিশ্বস্ত সেনাপতিদের ওপরেই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : কলকাতা পুরসভার পরবর্তী মেয়র কে ফিরহাদ হাকিমই! বাজারে জোর গুজব ছিল এবার নাকি ফিরহাদকে কলকাতা পুরসভার নির্বাচনে প্রার্থী করা হবে না। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম, দেবব্রত মজুমদার, দেবাশীষ কুমার, সাংসদ মালা রায় সহ ৬ বিধায়ককে পুরসভা নির্বাচনের প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।শুক্রবার সন্ধেবেলা সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জল্পনা থাকা সত্ত্বেও কলকাতা পুরসভার ভোটে প্রার্থী হতে পারলেন না বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়।

এদিন সন্ধেবেলা সাংবাদিক বৈঠক করে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ১৪৪ টি ওয়ার্ডে ৮৭ জনই পুরনো প্রার্থী। নতুন মুখ ৪২ জন। বাদ পড়েছেন ৩৯। এর মধ্যে ৫৫ শতাংশ পুরুষ প্রার্থী, বাকি ৪৫% মহিলা।  ১৯ জন প্রার্থী তফসিলি জাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের। আসানসোলের দু’বারের সাংসদ বিজেপি থেকে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়র নাম নিয়ে জল্পনা থাকলেও তাঁকে পুরভোটের (KMC Election) টিকিট দেওয়া হয়নি। বাদ পড়েছেন শান্তনু সেনও। এনিয়ে তাঁর এতটুকুও আক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ