দেশ 

কংগ্রেস ছেড়ে আজ মঙ্গলবার তৃণমূলে যোগ দিচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ। তিনি প্রাক্তন ক্রিকেটার ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার ছিলেন। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে কীর্তি আজাদ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আজ মঙ্গলবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেবেন বলে বিশেষ সূত্রে খবর।আবার মঙ্গলবারই মমতার সঙ্গে দিল্লিতে দেখা করতে পারেন কবি ও গীতিকার জাভেদ আখতার এবং সাংবাদিক সুধীর কুলকার্নিও।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবৎ ঝা আজাদের পুত্র কীর্তি। ১৯৮৩ সালের কপিল দেবের নেতৃত্বে যে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জয়ী হয়, তিনি ছিলেন সেই দলের অন্যতম সদস্য। ছ’বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৭টি টেস্ট ম্যাচ এবং ২৫টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৮৬ সালে শেষ আন্তর্জাতিক এক দিনের ক্রিকেট খেলেন কীর্তি। পরে বাবাকে অনুসরন করে রাজনীতিতে আসেন। ভগবৎ ছিলেন বিজেপি নেতা। কীর্তিও বিজেপি থেকেই তাঁর রাজনৈতিক সফর শুরু করেন।

Advertisement

দ্বারভাঙা থেকে দু’বার বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হন কীর্তি। যদিও পরে বিজেপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ